আমাদের কথা খুঁজে নিন

   

“মেয়েরাও পঁচাইতে জানে, But মানবতার খাতিরে ছেলেদের পঁচায় না”

বাঙ্গাল মানুষ ১. এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক ছাত্রীকে প্রশ্ন করলেন, মানুষের শরীরের কোন অঙ্গটা উত্তেজিত অবস্থায় সাধারণ অবস্থার চেয়ে দশগুণ বড় হয়ে যায়? মেয়েটি লজ্জায় লাল হয়ে বলল, স্যার এটা আমার পক্ষে বলা সম্ভব না। তখন একই প্রশ্ন প্রফেসর এক ছাত্রকে করলেন। ছেলেটি দাঁড়িয়ে বলল, স্যার চোখের মণি। তখন প্রফেসর মেয়েটিকে বললেন, এক নম্বর কথা, তুমি পড়াশোনায় যথেষ্ট অমনোযোগী, দুই নম্বর কথা তোমার মনমানসিকতা অশ্লীল । ২. ১ম বন্ধু : জানিস, বাড়ি থেকেপালিয়ে যেদিন নিশিকে বিয়ে করলাম, ঠিক সেদিনই জুতোর বাড়ি খেতে হল! ২য় বন্ধু : আমার ধারণা, এর পেছনে নিশ্চয়ই নিশির বাবারহাত ছিল! ১ম বন্ধু : না না, হাত নয়! ওটার মধ্যে নিশির বাবার পা ছিল! ৩. জনৈক ফায়ার সার্ভিস অফিসারের বাসায় আগুন লেগেছে, যথারীতি ফোন করে ফায়ার সার্ভিস আনা হল, সকল মূল্যবান দ্রব্য পেতে রাখাজালে ছুড়ে ফেলা হল, সবাই নিরাপদে জালে অবতরণ করল, বাকি রইল ফায়ার সার্ভিস অফিসার।

তিনি যখন লাফ দিলেন তখন একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা বলে উঠল, "ওই সার নামতাছে সবাই স্যালুট কর। " ৪. দুজন ধর্মযাজক প্রচন্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেদেখে একজন পুলিশ অফিসার তাদের থামিয়ে এত জোরে মোটরবাইক চালানোর বিপদ ব্যাখ্যা করল। তার কথা শুনে একজন ফাদার বললেন-‘অসু বিধা নেই বৎস, আমাদের সাথে ঈশ্বর আছেন!’ একথা শুনে অফিসার তার ব্যাগ থেকে কেস করার কাগজপত্র বের করতে করতে বলল-‘দুঃখি ত ফাদার তাহলে আমাকে আপনার বিরুদ্ধে কেইসকরতেই হচ্ছে, কারণ এক বাইকেতিনজন চড়ার অনুমতি নেই। ৫. স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন।

স্ত্রী : কী! তুমি আমার গায়ে হাত তুললে? স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি। স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন। স্বামী : (থ হয়ে) তুমিও আমাকে. স্ত্রী : তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি? ৬. প্রেমিক-প্ রেমিকা নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করেছে। ছেলেটা বলল, আমাদের বিয়ের এই খবরটা বিয়ের আগের দিন পযর্ন্ত কাউকে আমরা জানাবো না ।

খবরটা শুধু বিয়ের আগের দিন আমরা সবাইকে জানাবো এবং এইটা একটা Surprise হবে। মেয়েটা বলল, আমি শুধু একজনকে এই খবরটা জানাতে চাই। ছেলে :- কেন? মেয়ে :- পাশের বাড়ির কালু আমাকে একদিন বলেছিল, কোন গাধাই নাকি আমাকে বিয়ে করবেনা। তাই ওকে জানাতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.