আমাদের কথা খুঁজে নিন

   

পরকীয়া ও খুন : এবার মেয়েরাও পিছিয়ে থাকছে না

আজ আমার মন ভাল নেই

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামের আলী ফরাজীর ছোট ছেলে সৌদী প্রবাসী ফারুক ফরাজীর হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। স্ত্রী আসমা আক্তারের কথিত প্রেমিক নুরে আলমের পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে তিন খুনি রোববার গভীর রাতে ফারুক ফরাজীকে ছুরিকাঘাতে হত্যা করে। নুরে আলমের পরিকল্পানা অনুযায়ী মো. আল আমীন, মো. হেমায়েত ও সিদ্দিক মিয়া নামের তিন সন্ত্রাসী এ খুনের ঘটনা ঘটায়। বামনা পুলিশের হাতে আটক থাকা ফারুকের স্ত্রী আসমা আক্তার ও তার প্রেমিক নুরে আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালালে তারা হত্যার রহস্য প্রকাশ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, এ হত্যাকাণ্ডের আগে আসমা আক্তার প্রেমিক নুরে আলমের দেয়া চেতনানাশক ওষুধ রাতের খাবারের সঙ্গে মিশিয়ে দেয়।

এতে তার স্বামী ফারুকসহ পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন। রাত আড়াইটার দিকে আসমা ঘরের দরজা খুলে দিলে ভাড়াটে খুনিরা অচেতন ফারুককে ধারাল ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনাকে আসমা আক্তার ডাকাতি হামলা বলে মিথ্যা প্রচারণা চালায়। নুরে আলম তার বেয়াই সিদ্দিকুর রহমানের মাধ্যমে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। এজন্য ৫০ হাজার টাকার বিনিময়ে তিন ভাড়াটে খুনিকে নিয়োগ দেয়া হয়।

হত্যার আগেই ওই টাকা খুনিদের পরিশোধ করা হয়। গত এক সপ্তাহ আগে ফারুক সৌদি থেকে বাড়ি আসেন। নুরে আলমের পরিকল্পনা অনুযায়ী গত রোববার রাত আড়াইটার দিকে ভাড়াটে খুনিরা প্রবাসী ফারুককে অচেতন অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এদিকে নিহত ফারুক ফরাজীর বাবা আলী ফরাজী বাদী হয়ে সোমবার রাতে নুরে আলমকে প্রধান আসামি করে পুত্রবধূ আসমা আক্তারসহ চারজনের বিরুদ্ধে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বামনা থানার উপ-পরিদর্শক মো. বরকত হোসেন জানান, স্ত্রীর পরকীয়া প্রেমের কারণেই এ খুনের ঘটনা ঘটে।

................................................................................................. আমার এই লেখাটা কপি পেষ্ট করা। আমি জানি বরগুনার কেউ না কেউ লেখাটুকর পড়ছেন। আপনাকে বলছি, সবাইকে আপনার মত করে তুলুন প্লিজ ................................................................................................... আপনারা কি কেহ জানেন, ডৌয়াতলা ইউনিয়নের থেকে বেতাগি ইউনিয়নের কাউনিয়া গ্রাম কত দূর?? এটা আপনাদের করো জানা আছে কি? জানালে খুশিহব। বরগুনায় এমন একটা গঠনা হলো শুনে খারাপ লাগলো। দোওয়া করি বরগুনার সব মেয়েরা যেন বেতাগি ইউনিয়নের কাউনিয়া গ্রামের মেয়েদের মতো হয়।

এই লেখাটা আভার প্রথম পৃষ্টায় ছাপালাম। ধন্যবাদ আপনাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।