আমাদের কথা খুঁজে নিন

   

বাজারের যুগে বুদ্ধিজীবীর মগজ

একটা গল্প পড়েছিলাম অনেকটা এরকম- ভবিষ্যতের কোন এক সময়ে মানুষের মগজ কিনতে পাওয়া যাবে। তো সময়ে একজন ভদ্রলোক বাজারে গেলেন মগজ কিনতে। কারণ তার একটা মগজ দরকার। যেটা সেট করে তিনি তার মগজকে আরো শানিত করবে। ভদ্রলোক বাজারে গিয়ে দেখলেন, সেখানে বিভিন্ন দেশের মানুষের মগজ পাওয়া যাচ্ছে।

ভদ্রলোক একজন আমেরিকান মানুষের মগজ দেখে বিক্রেতার কাছে দাম জানতে চাইলেন। বিক্রেতা দাম বললেন। কিন্তু এতে ক্রেতা তেমন কোন আগ্রহ দেখালো না। এরপরে দোকানের এক কোণে দেখতে পেলেন বিজ্ঞানী আইনস্টাইনের মগজ। তিনি দাম জিজ্ঞেস করাতে বিক্রেতা দাম বললেন।

এটা ক্রেতার পছন্দ হলো। কারণ বিজ্ঞানী আইনস্টাইনের সব জ্ঞান তার কাছে চলে আসেবে। এই গল্পটা অবতারণা করার উদ্দেশ্য এই যে, ভবিষ্যতে মানুষের মগজ কিনতে পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশে এখনই মগজ কিনতে পাওয়া যাচ্ছে। এবং তা অতি স্বল্প মুল্যে।

কোন বুদ্ধিজীবীকে ১০০ টাকা দেন । সে আপনার পক্ষে কথা বললে। ১০০ টাকা দিয়েই আপনি তার মগজ কিনতে পারছেন। মগজ বেচাঁ কেনার জন্যই হয়তো মহাত্না আহমদ ছফা বলেছিলেন, “বুদ্ধিজীবীরা যা বলতেন, শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের সমাজ-কাঠামোর আমূল পরিবর্তন হবে না।

” তাঁর কথাই সঠিক বলে আজ ধরে নিতে হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।