আমাদের কথা খুঁজে নিন

   

আমার পরীক্ষা হলের অভিজ্ঞতা ও এ নিয়ে নানা জটিলতা,একটি স্মৃতিচারণ মূলক পোষ্ট উইথ হিসু কাহিনী-২য় ভার্সন

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ গত পর্ব ........ ##ক্লাস টু তে আরো অনেক কিছুই শিখার মনে হয় বাকি ছিল, যা টের পেলাম বাসা থেকে বের হবার আগেই ,আমি হুজুর এর শিখানো দোয়া দরুদ পড়ছি ,আম্মু দরজা খুললেন এমন সময় আম্মুর চিৎকার ,মনে হল আমি নিজেই হয়তো আন্ডারপ্রেশার ফেইন্ট টাইপ এমন কিছু হয়ে গিয়েছি ,হাজার হোক পরীক্ষা হল তো আর বিয়ে বাড়ি নয়,কিন্তু নাহ আম্মু দেখি আমার দিকে নয় তাকিয়ে আছেন দরজার সাথে পাপোশ এর দিকে যেখানে রাখা একপাটি জুতো ,আর জুতো দেখলে নাকি ………. *পরীক্ষার হলে বসলাম এবার সাথে আব্বু আছেন,উনি স্যার দের রুমে তবে বার বার স্যার রা এসে আমাকে জিজ্ঞেস করেন কেমন হচ্ছে আমি তো আবার একটু ভাব নিয়ে বললাম মোটামোটী (পলিট্যিকাল এন্সার) ,কিন্তু একটু পর স্যার দের বার বার জিজ্ঞেস করার কারণ জানতে পারলাম কোন এক স্যার বলেছেন আমার লেখা সুন্দর হচ্ছে না তাই আব্বু টিচার্স রুম থেকেই আমার জন্য নীল কালির কলম দিয়ে লেখার জন্য দপ্তরী কে দিয়ে পাঠিয়েছেন, এ নিয়ে তখন পিতা পুত্রে সম্রাট আরঙ্গজেব আর শাহজাহান এর যুদ্ধ লেগে গেলো ,আমি তো কিছুতেই লিখবো না…. আর আমার অভিজ্ঞতাও যেন বাংলাদেশ ক্রিকেট টিমের মত ,প্রতিবারই ভুল থেকে নতুন করে শিক্ষা নেয়া,আমি তাই এবার প্রশ্ন সহ উত্তর লিখে আসলাম কিন্তু পরে জানতে পেরেছিলাম যে খালি উত্তর লিখলেই হত শুধু শুধু প্রশ্ন গুলো লিখার দরকার হত না ………….. প্রত্যেক পরীক্ষায় ই একটা না একটা মজার ব্যাপার ঘটতই …………….সেটা কি শুধু আমার সাথেই কিনা জানি না ,তবে হত ,আমি না চাইলেও ………পরের টার্ম নাকি এর পরের বছর আমার খেয়াল ছিল না ,আমার ক্লাসে আমার সাথে কম্পিট করতো ,আসলে আমি করতাম না ,আম্মুই বলতো অমুখ বেশি পড়ে ফেলতেসে ,সে ওটা করতেসে সেটা করতেসে ,আপসুস তখন থ্রী ইডিওটস ছিল না ,থাকলে আম্মু কে দেখিয়ে দিতাম …………যাই হোক আমি আমার কম্পিটিটর এর সাথে যুদ্ধাংদেহী ভাব নিয়েই পরীক্ষা হলে আসতাম ,একবার এক পরীক্ষার সময় হঠাৎ করে কেনো যেন প্রকৃতি আমাকে মনে করল তাই তার ডাকে সাড়া দেবার জন্য গেলাম ,তো আমার প্রতিদ্বন্দ্বী যে এর আগেই স্কুল এর শুচিখানায় এসেছেন তা আমার জানা ছিল না,আমি গিয়ে দেখি সেই ছেলে আর তার বাবা একসাথে সেখানে ,তারা কি যেন গুন গুন করছে,আমি গিয়ে জিজ্ঞেস করলাম আঙ্কেল এখানে কি করেন আপনি ,আঙ্কেল বললেন “নাহ! ,ও তো ঠিক মত হিসু করতে পারে না তাই এখানে হিসু করাতে এলাম” আমি বললাম ও ও ও আঙ্কেল আচ্ছা তা ঠিক মত করেছে তো !! আঙ্কেল এই পুচকির মুখে এই কথা শুনে থ……………………. (চলবে)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.