আমাদের কথা খুঁজে নিন

   

আবিদ

পথ শেষ কোথায় কি আছে শেষে পথের .. বুঝি তৃষ্ণার শেষ নেই নেই মনে ভয় লাগে সেই .. "২০১১ সালের ২৯-শে জুলাই । মিনা আবিদ শাহরিয়ার [ অথবা বাবা-মায়ের প্রিয় ডাক "বাপি" ] যে যেই নামেই র ডাকুক সাড়া দিবে না এই প্রতিভাবান নতুন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীতশিল্পী । খুলনা জেলা'র এই তরুণ শিল্পী ২০০৫ সালে অনুষ্ঠিত একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত মিউজিক ট্যালেন্ট হান্ট শো ক্লোজ আপ ওয়ান এর সেরা ১০ জনের মধ্যে স্থান গ্রহণ করেন শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গেয়ে । বিচারকদের দৃষ্টিতে শো এর অন্য অংশগ্রহণকারীদের তুলনায় কোন অংশে কম ছিলেন না তিনি । তার স্বপ্ন ছিল শুধু রবীন্দ্রসঙ্গীত দিয়েই মানুষের মনে আলাদা জায়গা করে নেবেন ।

তার সেই স্বপ্ন অপূর্ণ থাকে নি । তিনি পেরেছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করার পর বিজ্ঞাপনী সংস্থা "মাত্রা" তে কর্মরত থাকা অবস্থায় কর্মসুত্রে কক্সবাজার সমুদ্র সৈকত এ পানি তে ডুবে ২ জন সহকর্মীর সাথে মর্মান্তিক মৃত্যুবরণ করেন এই সঙ্গীতশিল্পী । খুলনার জেলার পিটিআই এলাকার অধিবাসি আবিদ এর পরিবার আজ থমকে গেছে । ছোট একটি ভাই,বাবা,মা এখন আবিদবিহীন দিন কীভাবে কাটাবে আমরা জানি না ।

আমরা শুধু পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি তিনি তাকে জান্নাত নসিব করুন । আমিন । । " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.