আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-৭৫

আমি খুবই সাধারণ জামায়াত পরিত্যাগের ব্যাপারে সাবধান বাণী আবু দারদা (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সা: কে বলতে শুনেছি : কোন জনপদে বা বনজঙ্গলে তিনজন লোক একত্রে বাস করা সত্তেও তারা জামায়াতে সলাত আদায়ের ব্যবস্থা না করলে তাদের উপর শাইত্বান আধিপত্য বিস্তার করে। অতএব তোমরা জামায়াতকে আঁকড়ে ধর। কারণ নেকড়ে দলচ্যুত বকরীটিকেই খেয়ে থাকে। যায়িদাহ (রহ) বলেন, সায়িব (রহ) বলেছেন, এখানে জামায়াত বলতে সলাতের জামায়াতকেই বুঝানো হয়েছে।

-সুনান আবু দাউদ হা/৫৪৭। হাদীসটি হাসান। আবু হুরাইরাহ (রাযি) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা বলেছেন, আমার ইচ্ছা হয়, (লোকদেরকে জামাআতে ) সলাত আদায়ের নির্দেশ দেই এবং কাউকে লোকদের সলাত আদায় করাবার হুকুম করি, অত:পর লাকড়ি বহনকারী কিছু লোককে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়ি সেগুলো দ্বারা ঐসব লোকের ঘর-বাড়ি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়ার জন্য যারা জামাআতে (সলাত আদায় করতে) উপস্থিত হয়নি। -সুনান আবু দাউদ ও বুখারী।

সুনান আবু দাউদ হা/৫৪৮। হাদীসটি সহীহ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।