আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে এইচএসসির ফল প্রকাশ নিয়ে বিড়ম্বনা

ইন্টারনেটে গতকাল বুধবার বেলা দুইটায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কোনো কলেজের ফলাফল পাওয়া যায়নি। যদিও এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে পাওয়া যাবে, এমন ঘোষণা দিয়েছিল কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ জন্য গত ১২ ও ১৩ জুলাই বোর্ডে ২৯৬টি কলেজের অধ্যক্ষ ও কম্পিউটার শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু গতকাল সবাই হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে কলেজগুলো সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ফলাফল সংগ্রহ করে সনাতন পদ্ধতিতেই শিক্ষার্থীদের তা জানিয়ে দেন।

বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ প্রথম আলোকে জানিয়েছেন, গ্রামের অনেক জায়গায় ওই সময় বিদ্যুৎ ছিল না। কোথাও কোথাও বিকেল চারটার পর ফলাফল পাওয়া গেছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, চৌদ্দগ্রামের কনকাপৈত আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজও ইন্টারনেট থেকে ফলাফল সংগ্রহ করতে পারেনি বলে প্রথম আলোকে জানিয়েছে। বিকেল চারটার পর বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ ফলাফল পেয়েছে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘বেলা দুইটা থেকে বিকেল চারটার মধ্যে কোনো কলেজই ইন্টারনেটে ফলাফল পায়নি।

চারটার পর অনেকে পেয়েছে। এ ব্যাপারে আমাদের বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে কথা বলেছেন। ’ টেলিটক বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং অ্যাসোসিয়েট (করপোরেট উইং) মো. জাহিদুর রহমান প্রথম আলোকে মুঠোফোনে জানান, একসঙ্গে বেশি ইন্টারনেট ব্যবহারকারী সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট ও ই-মেইল ঠিকানা ব্যবহার করায় প্রথম এক ঘণ্টা ফলাফল জানতে পারেননি। পরে সময়ে তা ঠিক হয়েছে। ইন্টারনেটের সমস্যার কারণে ওই জটিলতা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।