আমাদের কথা খুঁজে নিন

   

আরাফাত রহমান কেন কোকো জিয়া নয় বা আরাফাত জিয়া নয়

আমরা বিএনপির রাজনীতিতে তারেক জিয়া বা তারেক রহমানের সক্রিয় ভূমিকা দেখি এবং বলা হয় তিনিই ভবিষ্যতে এই দলের রাজনীতি দেখবেন। তবে তার ছোট ভাই কি করবেন? তার নাম তো আমরা ওই ভাবে রাজনীতিতে শুনি না আর তারেকের নাম তারেক জিয়া মানে তিনি থার পারিবারিক টাইটেল পেয়েছেন কিন্তু কোকোর ক্ষেত্রে আমরা দেখি যে শুধুই আরাফাত রহমান ব্যবহার হয় আরাফাত জিয়া বা কোকো জিয়া নয়। লোকমুখে এর কেন প্রচলন নাই তা বুঝা মুসকিল তবে তারেক জিয়া বব্যহৃত হলে আরাফত জিয়া বা কোকো জিয়া ব্যবহার না হলে শানুষের মনে নানান উটকো চিন্তা ও কথা আসে এসব নিয়া... এই সবের উত্তর দেয়া খুবই বিব্রতকর আমরা এর অবসন চাই গনতান্ত্রিক দেশে পরিবারের সবাই রাজনীতি করতে পারবেন তা আমরা জানি আর এমন রাজনৈতিক পরিবারের হয়ে রাজণীতি না আসা কিন্ত অনেক প্রশ্নের জন্ম দেয়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.