আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-৭৪

আমি খুবই সাধারণ সলাত আদায়ের অপেক্ষা করার ফযীলত ও সলাতের উপযু্ক্ত জায়গা আবু হুরাইরাহ (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা: বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত তার সলাত আদায়ের স্থানে বসে থাকে ততক্ষণ মালায়িকাহ (ফেরেশতাগণ) তার জন্য দুআ করতে থাকে। তার উযূ নষ্ট হওয়া অথবা উঠে চলে যাওয়া পর্যন্ত মালায়িকাহ এই বলে দুআ করতে থাকেন, “হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন! হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। -সুনান আবু দাউদ হা/৪৬৯। হাদীসটি সহীহ এবং বুখারী ও মুসলিমেও আছে।

আবু হুরাইরাহ (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা) বলেছেন, কেউ কোন উদ্দেশ্যে মাসজিদে এলে, সে উদ্দেশ্য অনুপাতেই (প্রতিদান) পাবে। -হাদীসটি হাসান। সুনান আবু দাউদ হা/৪৭২। আবু সাঈদ (রাযি) হতে বর্ণিত।

তিনি বলেন, রসূলুল্লাহ সা: বলেছেন, কেবলমাত্র গোসলখানা ও ক্ববরস্থান ছাড়া সমগ্র জমিনই মাসজিদ (তথা সলাতের স্থান হিসেব গন্য)। - হাদীস সহীহ । সুনান আবু দাউদ হা/৪৯২। - ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।