আমাদের কথা খুঁজে নিন

   

ঐক্যের বিষয়ে এলডিপির প্রস্তাব বিএনপিকে

আমি একজন ফাউ ইঞ্জিনিয়ার.। । । সরকারবিরোধী আন্দোলন একসঙ্গে করতে এলডিপির পক্ষ থেকে বিএনপিকে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

এ নিয়ে আরো বৈঠক হবে জানিয়ে দুই দলের নেতারাই আশা প্রকাশ করেছেন, তাদের একসঙ্গে কাজ করার ক্ষেত্র তৈরি হবে। ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাড়িতে বৈঠকে বসেন দুই দলের নেতারা। বৈঠকের পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, "দেশে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে আমরা তাদের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। " তবে কী কী প্রস্তাব দেওয়া হয়েছে তা বলেননি তিনি।

"আগামীতে আরো আলোচনা হবে। আশা করি আমরা এক সঙ্গে কাজ করতে পারবো", বলেন এলডিপি মহাসচিব। ফখরুল বলেন, "পঞ্চদশ সংশোধনী বাতিলসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করতে এলডিপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন একসঙ্গে কাজ করার পদ্ধতি কী হবে, কোন কোন মৌলিক বিষয় থাকবে- তার কিছু সুপারিশ এলডিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। " এলডিপির প্রস্তাব নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তহবে বলে জানান তিনি।

ফখরুল একইসঙ্গে বলেন, "আমাদের ঐক্য এখন সময়ের ব্যাপার মাত্র। " দেড় ঘণ্টার ওই বৈঠকে এলডিপির চার সদস্যের প্রতিনিধি দলে জাহানারা ছাড়াও ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, সৈয়দ দিদার বখত ও যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিম। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.