আমাদের কথা খুঁজে নিন

   

সপ্ন

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা শুয়ে আছি, চেতনাকে খুজে ফিরছি অন্ধকারে এক পশলা রশ্মি চেতনার দুয়ারে উকিঝুকি, ভালবাসা ভেসে গেছে নীল মেঘের ভেলায় আহ্ যন্ত্রনা কেন সমুদ্রের ঢেউয়ের মাথায় সাদা ফেনার লম্ফ, সুখ আর আনন্দ ? হাহ্ ক্ষণস্থায়ী সুখ আর ক্ষণস্থায়ী আনন্দ সৃষ্টির আমোঘ নিয়মে পৃথিবীতো চলবেই। চেতনা হারিয়েই থাক। বলী হলো আজ অনেক গুলি প্রানের দেহগুলি পড়ে আছে যত্র তত্র কিন্তু ওরা সব মিলেমশে বিলীন হয়েছে এক বিরাট এর মাঝে সত্ত্বা বিহীন এক বিরাট সত্ত্বায় যেখানে অনন্ত সুখের সপ্ন অর্থহীন প্রতিশ্রুতি তার চেয়ে ভালবাসায় বিলীন এক সত্ত্বা কি মধুর আর আনন্দময় নেই বিচ্ছেদের আতঙ্ক নেই যন্ত্রনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।