আমাদের কথা খুঁজে নিন

   

সপ্ন



যখন প্রাইমারী স্কুলে পড়তাম তখন বুঝতাম না যে প্রতিটি মানুষের জীবনে সবপ্ন,কেউ doctor হতে চাই , কেউ প্রকৌশলী হতে চাই । আমার তেমন কোন সপ্ন ছিল না স্কুল জীবন পযন্ত। যখন কলেজে ভতি হলাম , স্যারদের দেখে মনের ভিতর একটু দূবলতা অনুভব করতাম , ভাবতাম আমি যদি বিদেশ গিয়ে স্যারদের মতো বড় বড় ডিগ্রি নিতে পারাতাম। ভতি কোচিং করলাম মেডিকেলের জন্য , বাবার ইচছায়, ফলাফল হল শূন্য,। অনেক পথ হেঁটে ভতি হলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখানে এসে আবার স্যারদের সেই সব বড় বড় ডিগ্রি আমার সপ্নকে আবার জাগিয়ে। আবার বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়া্র সপ্ন দেখতে শুরু করি । কিন্তুু যখন বড় ভাই কাছ থেকে শুলাম আমার সপ্ন না কি বামুন হয়ে অকাশের চঁাদ ছোয়ার মতো, তারা অনেক চেস্টা করেছে ,কোন লাভ হয়নি, বরং তাদের সময় ও টাকা ক্ষতি হয়ে, এবং ক্যারিয়ারে বারোটা বেজেছে । এসব শুনে আমার সপ্ন আর এক বার আঘাত খায়, আমি তখন থমকে দাড়ায় , কি করব বুঝতে পারছি। আমাকে আমার ্সপ্নের কাছে যেতে সাহায্য করুন please.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।