আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার - ইমরুল হাসান

সবুজের জন্য ভালবাসা । ক্রসফায়ার ভুল করে কেউ গুলি করে দিলো আমারে। আমার শাদা শার্ট তো রক্তে ভিজে লাল একটা গর্ত থেকে একটু একটু বের হয়ে যাচ্ছে লাল আর লাল একটা ধাক্কার পর সবকিছু আবার নরমাল কে যে গুলি করলো আমারে? হয়তো ভুল করেই আর আমি ফেলে আসছি আমার লাশ মেডিকেলের মর্গে; শরীরের অপমান সহ্য করতে করতে হয়রান ডাক্তার-বন্ধুরা; ওই একই গর্তে ডুবে পড়বে আবার। আমার আর কে আছে? স্ত্রী-কন্যা-পরিবার ওরা তো জানতেই পারবে না যে, কেন এই ভুলটাই ঘটলো? কেন-ই বা আমি-ই একমাত্র? এই ঘটনা কেন বেছে নিলো আমারেই? চিন্তা করতে করতে কল্পনা করতে করতে প্রবাবিলিটি খুঁজতে খুঁজতে একটা সময় ওরা হারায়ে ফেলবে, আমারে! কেন যে একটা গুলি একটাই ভুল খুঁজে নিলো আর আমি আমার হাত, আঙুলগুলি অসাড়… লাল রং জমে গিয়ে আরো জমাট, আরো গাঢ়… একটাই তো গুলি ছিলো সেইটা আর কতোটাই না আকস্মাৎ যেন একটা রাস্তা পার হওয়ার মতো হঠাৎ-ই পিছনে তাকিয়ে দেখা দৃশ্যগুলি মুছে যাচ্ছে দুপুরবেলা সূর্যাস্তের মতো… একটা ভুল করলো কেউ একটা গুলি বের হয়ে বন্দুকের নল থেকে খুঁজে নিলো আমারে আমার দাঁড়িয়ে-থাকা, আমার সমস্ত ভুলগুলি মুছে গেলো, হঠাৎ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।