আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার পরামর্শ দরকার???

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে শুনতে খানিকটা অদ্ভূত শোনালেও সত্যি, আমি বাংলাদেশের অতি অল্প কয়েকজন পেশাদার ক্যারিয়ার পরামর্শকদের একজন । যদিও নিজেকে এখনও খুব দক্ষ ভাবছি না, তবু এই ক্ষূদ্র দক্ষতা দিয়েই সাহায্য করতে চাই সবাইকে।আমার পরামর্শ নেয়ার ক্ষেত্রে ন্যুনতম আস্থা রাখতে পারেন, যেমন রাখছে বাংলাদেশে পড়তে আসা ১৩টি দেশের শিক্ষার্থীরা । রেজিউমি তৈরী, কভার লেটার তৈরী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাছাই, বিদেশে উচ্চশিক্ষা, নিজের ব্যাক্তিত্ব অনুযায়ী পেশা পছন্দ করা, লক্ষ্য স্থির করা, ইন্টারভিউ স্কিল বাড়ানো - এমন অনেক বিষয়েই পরামর্শ নিতে পারেন নি:সংকোচে। Click This Link এই গ্রুপটার মাধ্যমে সবার সাথে একটা নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছি । চাকরিপ্রার্থী- চাকরিদাতা-ক্যারিয়ার পরামর্শক সবার একটা যোগাযোগের মাধ্যম হয়ে উঠবে এই গ্রুপ, এমনটাই আশা করছি। সবচে বড় যে ব্যপারটা হবে, আমরা নিজেরাই নিজেদেরকে অনেক সাহায্য করতে পারব এই গ্রুপের মাধ্যমে। গ্রুপে যোগ দিতে হবেই এমনটা নয়, পরামর্শ নিতে পারেন ই-মেইলের মাধ্যমেও, এই ঠিকানায় লিখে। নিজের দক্ষতা দিয়ে আরো ভালভাবে কীভাবে অন্যদের সহযোগীতা করতে পারি জানান, সর্বোচ্চ চেষ্টা করব সর্সবোত্হতম সহযোগীতা দিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.