আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারিয়ার নিয়ে চিন্তিত।

আমায় পছন্দ কর আর নাই বা কর....আমি সেই আমিই থাকবো। ছোটো থাকার মজাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যতদিন স্কুল আর কলেজে ছিলাম, ততদিন যেভাবে নিশ্চিন্ত ভাবে দিন কাটিয়েছি তা ভাবলে এখন কেমন যেন খারাপ লাগে। এখন কত চিন্তা যে সারাদিন করতে হয়। একটা ভালো ইউনির্ভাসিটিতে ভাল একটা সাবজেক্ট-এ পড়াশোনা করতে হবে।

নিজের একটা ভাল ক্যারিয়ার বানাতে হবে। আমার বাবা মা পেশাগত দিক থেকে দুইজনই সফল। তাদের একমাত্র মেয়ে এবং A-level ভালো রেজাল্টের কারনে তাদের আমার উপর আশা একটু বেশিই। আর তাই আমাকে আরও বেশি চিন্তিত করে তুলছে। যাই হক, ছোটোবেলা থেকে স্থাপত্যবিদ্যাতে পড়ার খুব ইচ্ছা আমার।

কিন্তু এখন মনে হচ্ছে আরেকটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া ভালো হবে। যেহেতু দেশের বাইরে যাব পড়তে, তাই অ্যাপ্লাই করার জন্য কিছু সাবজেক্ট-এর তালিকা বানিয়েছি। 1. Architecture. 2. Biomedical engineering. 3. Chemical engineering. 4. Economics. 5. Environmental control and civil protection science. 6. Mechanical engineering. এখান থেকে কোনগুলোকে বেশি গুরুত্ব দিব?? যারা বর্তমানে ইউনিভার্সিটিতে আছেন অথবা এই ষ্টেজ পার করে এসেছেন, তাদের সাজেশন পেলে খুব খুশি হব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.