আমাদের কথা খুঁজে নিন

   

প্রায় ২ মিলিয়ন ব্রিটিশ শিশু দারিদ্রতার কবলে (সংকলিত পোস্ট)

নাজমুল ইসলাম মকবুল প্রায় ২ মিলিয়ন ব্রিটিশ শিশু দারিদ্রতার কবলে ইউকেবিডি নিউজ - ইউকে সংবাদ তামান্না তানজিনা তৃষা :: জ্বালানি, পেট্রোল এবং খাদ্যের মূল্য নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকায় ভয়াবহ দারিদ্রতার কবলে পড়েছে বৃটেনের অনেক শিশু । বলা যায়, তাদের বেঁচে থাকাটাই এখন অনেক কঠিন হয়ে পড়েছে। বৃটেনের শীর্ষস্থানীয় একটি চ্যারিটি এ তথ্য জানায়। “সেভ দ্য চিলড্রেন” নামের চ্যারিটিটি জানায়, বর্তমানে ১.৬ মিলিয়ন শিশু দারিদ্রতায় ভুগছে। যাদের মধ্যে শুধু লন্ডনেই আছে ২ লাখ ৯০ হাজার দরিদ্র শিশু।

হাজার হাজার পরিবার তাদের মৌলিক চাহিদাই পূরণ করতে পারছে না। প্রতিনিয়ত তাদের দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। এর কারণ হিসেবে দেখানো হয়, বসবাসের খরচ দিন দিন যেভাবে বাড়ছে সেভাবে তাদের আয় বাড়ছে না। তাছাড়া অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পরও এক্ষেত্রে প্রবৃদ্ধি হচ্ছে খুব ধীর গতিতে। “বৃটিশ রিটেইল কনসোর্টিয়াম” এর দেয়া তথ্য মতে, চার পরিবারের সদস্যদের আগে যেখানে সপ্তাহে ৫ পাউন্ড খরচ হতো।

এখন সেখানে তাদের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০০ পাউন্ডে। জুলি হেনরি জানান, তাঁর আগে সপ্তাহের পুরো খরচ লাগতো ১০৮ পাউন্ড। কিন্তু এখন খাদ্য এবং জ্বালানির মূল্য অনেক বেড়ে যাওয়ায় তাঁর খরচও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এমনকি আগে তিনি সন্তানদের হাত খরচ দিতে পারতেন। এখন নিত্যদিনের খরচ অনেক নিয়ন্ত্রণে রাখার পরও তিনি তাদের তা দিতে পারেন না।

তাছাড়া আগে তিনি পরিবার নিয়ে ছুটি কাটাতে বাইরে যেতে পারতেন। এখন পারেন না বলেই সেটা খুবই কষ্ট দেয় তাদের। তিনি আরো বলেন, “বর্তমানের বর্ধিত বাড়ি ভাড়া এবং অন্যান্য বিলগুলো পরিশোধ করতে যেয়ে আমি আসলেই অবাক হই। নিজেকেই সান্তনা দেই, হয়তো ভবিষ্যতে সন্তানদের নিয়ে আবার বাইরে ছুটি কাটাতে যেতে পারবো। “ শুধু মে মাসেই পেট্রোল এবং ডিজেলের মূল্য রেকর্ড ছাড়িয়ে গেছে।

বর্তমানে পেট্রোল প্রতি লিটার ১৩৭ পেনি এবং ডিজেল প্রতি লিটার ১৪২ পেনিতে বিক্রি হচ্ছে। সম্প্রতি “স্কটিশ পাওয়ার” এর গ্যাস এবং বিদ্যুৎ মূল্য নিয়ে একটি জরিপে বলা হয়, গত আগস্ট মাসে গ্যাসের মূল্য ১৯% এবং বিদ্যুৎয়ের মূল্য ১০% বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও মূল্য বাড়িয়ে দেয়ার চিন্তা করছে। যুক্তরাজ্যের পরিসংখ্যান অধিদপ্তরের প্রকাশিত এক ডাটায় দেখিয়েছে, গত পাঁচ বছরে ব্রেডের মূল্য বেড়েছে ৫০%। এছাড়া বাটার ৫৭.৭% এবং দুধের ৩৩% পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে।

বৃটেন এবং পুরো ইউরোপ জুড়ে খরার কারণে খাদ্যের মূল্য আরো বেড়ে গেছে। তাছাড়া পাউন্ডের মূল্য কমে যাওয়ায় আমদানী খরচ এবং অন্যান্য পণ্যের মূল্য দিন দিন বেড়েই চলছে। “ডেইলি টেলিগ্রাফ” এর কঞ্জ্যুমার এডিটর হ্যারি ওয়ালপ জানান, মুদ্রাস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে অল্প আয়ের মানুষের উপর। গত বছর বৃটেনে খাদ্য সাহায্যের জন্য ৬১ হাজারের বেশি মানুষ আবেদন জানায়। “ওয়েস্ট লন্ডন ফুডব্যাংক” এর কর্মকর্তা ড্যাফিন অ্যাকেন জানান, অভাবের ফলে এসব মানুষগুলো ধীরে ধীরে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।

আর তাদের কাছে যারা সাহায্যের জন্য যান তারা খুবই অভাবে দিন কাটাচ্ছেন। তিনি আরো বলেন, “ এই ক্ষুধার্ত মানুসগুলোকে যখন খাদ্য দেয়া হয় তখন তারা কেঁদে ফেলে। “ Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।