আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরা দিপু মণি সব জায়গায় এত ওভার এক্সপ্রেশন দেন কেন?

ব্লগার ভাইরা আমি একটা বিষয় প্রায়ই খেয়াল করি তা হলো কোন বিদেশি অতিথিদের সাথে দেখা করলে তিনি ওভার এক্সপ্রেশন দেন । এইটা কি ঐ অতিথির মন গলানোর জন্য না এমনিতেই ভাব নেবার জন্য । তিনি নাকি ৬৮ বার সরকারি অর্থে বিদেশ সফর করে প্রায় ১৮০ দিন বিদেশ থেকেছেন । Click This Link তার এই দৌড়াদৌড়িতে কতটুকু বিদেশে বাঙলাদেশিদের কতটা উপকার হলো তা আল্লাহপাকই জানেন । তবে একটা কথা সত্য তা হলো শুধু মুখের হাসি দিয়ে কূটনীতিতে সাফল্য পাওয়া যায় না ।

আমাদের সরকার এমন একটা গবেট সরকার যারা সব নবীনদের মন্ত্রিত্ব দিয়েছে এবঙ এখন পস্তাচ্ছে । আর ভারতের পররাষ্ট্র মন্ত্রীর প্রোফাইলটা দেখুন এইখানে http://en.wikipedia.org/wiki/S._M._Krishna তিনি ইন্দিরা গান্ধী এবঙ রাজিব গান্ধীর সময়ে মন্ত্রী ছিলেন । অর্থাত তারা একজন অভিজ্ঞ লোককে নিয়োগ দিয়েছে যিনি মোটামুটি বার্গেনিঙ এর ক্ষমতা রাখেন । আর আমাদের দেশে দিয়ে রাখা হয়েছে একজন অনভিজ্ঞ নারীকে যার এই বিষয়ে কোন অভিজ্ঞতাই নেই । আর তার মন্ত্রণালয় পরিচালনার ফলাফল আমরা দেখছি জাপানে এবঙ নেপালে রাষ্ট্রদূতদের কেলেঙকারির মাধ্যমে ।

মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক রাজনীতি এত সহজ না যে মুখের হাসি দিয়ে সব জয় করা যায় । এখনো সময় আছে আপনার মন্ত্রিসভায় পরিবর্তন আনুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।