আমাদের কথা খুঁজে নিন

   

এমনি এক দিন

আমি মুক্ত মনের মানুষ .।.।.। যদি এমন হতো এক দিন হারিয়ে যেতাম সেই দিন যেই দিন ছিলো এক সোনালি তবু মনে পড়ে সেই দিন গুলি আমি ছিলাম বাবা তোমার কোলে আদর করে দিয়ে আমায় তুমি ভাত তুলে দিতে আমার মুখে কত দিন যে তুমি খাওয়ানি আমায় চেয়ে আছি তোমার পানে তুমি আসবে কবে বাবা শুধু শুধু চিন্তা করি তুমি বলেছিলে আসবে বলে সপ্তাহ পেরিয়ে এল মাস বাবা তোমার কোনো খবর নাই। তুমি বলে ছিলে বাবা আমায় আদর করে দিবে কই তুমি বাবা আজ কেন নেই নিজেকে মনে হয় এক আজ বড়ই খালি দাওনা তোমার হাত বাড়িয়ে আকাশ হতে আমার পানে জোড়িয়ে ধর আমায় তুমি নিয়ে চলো সপ্নলোকে .।.।.।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.