আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারকের খপ্পরে নাট্য পরিচালক

প্রতারক চক্রের কারণে বিব্রত নাট্য পরিচালক অরণ্য আনোয়ার। কয়েক মাস আগে তাঁর নাম ভাঙিয়ে একটি চক্র কিশোরগঞ্জের তিন যুবকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। একটি জাতীয় দৈনিকে খবরটি ছাপা হলে এ সম্পর্কে অবগত হন অরণ্য। সেই তিন যুবক পরবর্তী সময়ে ‘অরণ্য আনোয়ারে’র খোঁজে উত্তরায় একটি শুটিং স্পটে উপস্থিত হলে তাঁদের কাছ থেকে এই প্রতারণা সম্পর্কে বিস্তারিত জানেন তিনি। বিষয়টিকে ‘প্রতারক চক্রের কারসাজি’ হিসেবে অভিহিত করেন অরণ্য আনোয়ার।

‘একটি প্রতারক চক্র পিছু নিয়েছে আমার। চক্রটি বেশ কয়েক বছর নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। টাকার বিনিময়ে তারা অনেককে অভিনেতা-অভিনেত্রী, মডেল কিংবা পরিচালক হিসেবে তাদের মিডিয়াতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নিশ্চয়তাও দিয়ে বেড়াচ্ছে। ’ অনেকটা ক্ষোভের সঙ্গেই কথাগুলো বলেন অরণ্য। তিনি আরও বলেন, ‘শুনেছি এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়।

এর আগেও কয়েকবার ঘটেছে। কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকে আমার ছবিসহ সাক্ষাৎকার ছাপানো হলে বিষয়টি একেবারে সামনে চলে আসে। তখনই আমি ব্যাপারটি ভালোভাবে অবগত হই। সম্প্রতি পারাপার এবং রূপকথা নাটকের শুটিং করছিলাম। সহকারীদের মাধ্যমে জানতে পারি, সকাল থেকে উত্তরার আশ্রয় শুটিং স্পটে তিনজন যুবক অরণ্য আনোয়ারকে খুঁজছে।

শুটিং ব্যস্ততা কিছুটা কমলে নিচে আসি এবং তাদের সঙ্গে দেখা করি। তখন তাদের আসার কারণ জিজ্ঞেস করলে অরণ্য আনোয়ারের কাছে এসেছি বলে। আমিই অরণ্য আনোয়ার বললে তারা কোনোভাবেই সেটা বিশ্বাস করতে চায় না। এরপর তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিই। ’ প্রতারক চক্রের খপ্পর থেকে বাঁচার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে অরণ্য বলেন, ‘দয়া করে এভাবে না জেনে কাউকে টাকা-পয়সা দেবেন না।

তাঁর মতে, টাকা-পয়সা দিয়ে অনেক কিছু হলেও কখনো শিল্পচর্চা হয় না। ’ সূত্র ঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.