আমাদের কথা খুঁজে নিন

   

নরওয়েতে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আটক ব্রেইভিক, কে এই ব্রেইভিক?

উন্মাদ বালক বইলাই কিন্তু আমি পুরা উন্মাদ না, সামান্য কয়টা তার ছিড়া... নরওয়েতে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আটক সন্দেহভাজন অ্যান্দারস বেরিং ব্রেইভিককে প্রাথমিকভাবে একজন বর্ণবাদী ও উগ্র ডানপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩২ বছরের ব্রেইভিক দীর্ঘদিন ধরে ফেসবুকসহ তাঁর নিজের ওয়েবসাইটে উগ্র ডানপন্থীদের পক্ষে মত প্রকাশ করে আসছেন বলে পুলিশ জানিয়েছে। বেরিং ব্রেইভিক নরওয়ের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি অসলোর এক বিখ্যাত শুটিং ক্লাবের সদস্যও। তাঁর নিজের নামে নিবন্ধনকৃত একাধিক অস্ত্র রয়েছে। ব্রেইভিক একজন চৌকস তার্কিক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

বিশেষ করে বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটে পোস্ট দেওয়া তাঁর বিভিন্ন লেখা এবং মতামত দেখে তাঁকে একজন উগ্র জাতীয়তাবাদী এবং বর্ণবাদী হিসেবে চিহ্নিত করা হয়। সাত দিন আগে টুইটারে খোলা অ্যাকাউন্টে তিনি ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলারের এক উক্তি থেকে লিখেছিলেন, 'একজন বিশ্বাসীর শক্তি খাওয়া-পরা নিয়ে ব্যস্ত এক লাখ সাধারণ মানুষের শক্তির সমান। ' ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি এক লেখায় নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী ও আরবেদার পার্টি প্রধান গ্রু ব্রুন্ডলান্টেকে উদ্দেশ করে তিনি লিখেছিলেন, শুধু নরওয়ের পাসপোর্ট থাকলেই নরওয়েজিয়ান হওয়া যায় না। একজন কালো সোমালিয়ান কী করে নরওয়েজিয়ান হতে পারে? প্রায় ১০ বছর আগে ট্রাফিক আইন অমান্যের কারণে একবারের জন্য পুলিশের খাতায় ব্রেইভিকের নাম ওঠে। এরপর পুলিশের অপরাধীর তালিকায় তাঁর নাম আর আসেনি।

তিনি ৬০ বছর বয়সী মায়ের সঙ্গে সেন্ট্রাল অসলোর একটি নিরিবিলি এলাকায় বাস করতেন। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, বেরিং খুব মিতভাষী। সবাই জানত, বেরিং আইটি বিষয়ে কিছু একটা করেন। দুই সপ্তাহ আগে প্রথমবারের মতো মাকে ছেড়ে রেনা নামের একটা ছোট পাড়াগাঁয়ে একাকী বাস করতে শুরু করেন। রেনা এলাকাটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য বিশেষভাবে পরিচিত হলেও মূলত এলাকাটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ফ্রেমস্ক্রিতস পার্টির (এফআরপি) মূল ঘাঁটি হিসেবে পরিচিত।

এফআরপি থেকে গতকাল জানানো হয়, ব্রেইভিক দলের একজন নিয়মিত সদস্য এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি অসলো এফআরপি যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। গত কয়েক বছরে তিনি বিভিন্ন ব্যবসায়প্রতিষ্ঠান গড়ে তুললেও বেশি দিন তা টিকিয়ে রাখতে পারেননি। তাঁর ব্যবসার মধ্যে ইন্টারনেটের মাধ্যমে অন-লাইন অর্ডার কম্পানি এবং কৃষিক্ষেত্র_যেখানে তাঁর উদ্দেশ্য ছিল সবজির চাষ করা। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই কৃষিকাজে ব্যবহারের জন্য বেরিংয়ের হাতে চলে আসে বিশাল পরিমাণের কৃত্রিম সার, যার সাহায্যে অতি সহজেই বোমা তৈরি করা যেতে পারে। বেরিংয়ের দেওয়া তথ্যানুযায়ী, তিনি ধর্ম এবং অর্থনীতির ওপর লেখাপড়া করেছেন।

তিনি নিজেকে একজন বিশ্বাসী খ্রিস্টান ভাবেন। সাহিত্যের ওপর রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। অবসরে তিনি উচ্চাঙ্গসংগীত শোনেন। কম্পিউটার গেমের প্রতিও রয়েছে তাঁর বিশেষ নেশা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।