আমাদের কথা খুঁজে নিন

   

নরওয়েতে রোদ ছড়াবে প্রতিফলিত সূর্যালোক

সেপ্টেম্বর থেকে মার্চ, এই পাঁচমাস পাহাড়ের আড়ালে থাকায় সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে নরওয়ের ছোট্ট শহর জুকান। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, শীতকালে এই অন্ধকারের হাত থেকে বাঁচতে পাশের পাহাড়ের উপরে বড় বড় আয়না লাগানোর প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ, যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে শহরটিতে এসে পড়ে।
প্রকল্পের একেকটা আয়নার আয়তন ৩২৮ স্কয়ার ফুট। একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাহায্যে এগুলো পরিচালনা করা হবে। সৌরশক্তিচালিত সেন্সর সূর্যের আলো অনুসরণ করে আয়নাগুলো সেই অনুযায়ী ঘুরিয়ে দেবে, যাতে সর্বোচ্চ আলো প্রতিফলিত হয়।
পুরো প্রকল্পের বাজেট প্রায় আট লাখ ৩৫ হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বর থেকে চালু করা হবে এ প্রকল্প। আর প্রকল্প চালু হলে, প্রায় দুই হাজার ফুট আকারের বৃত্তাকারে আলো পড়বে জুকান শহরে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।