আমাদের কথা খুঁজে নিন

   

ধ্যাত্তেরি..... আইজকা ''সুশীলের'' আকাল পড়ছে... তবে একটি বিষয় কিন্তু পরিষ্কার হলো।

http://www.facebook.com/Kobitar.Khata অনেকদিন পর সামুতে আকাশ-পাগলার লেখা একটি অসাধারণ ব্লগ পড়লাম। ব্লগটি পড়ে অনেক কিছু ভাবার আছে। সুশীল হতে চান? বলেন সব পুরুষদের দোষ। আর এই পোস্টে মাইনাস দিয়ে যান। ( আমি আশা করেছিলাম কিছু সুশীল শুকর দল বেঁধে সেই লেখার উপর ঝাপিয়ে পড়বে, শুকর দেখার আশায় পজিশন নিয়ে বসে আছি সেই কখন থেকে, কিন্তু শুকরের পালের কোন খবর নাই।

হায়..... আমি এর আগে অনেকবার আমার একটি সন্দেহের কথা এই ব্লগে বলেছি। কিন্তু শত ভাগ ক্লিয়ার হতে পারছিলাম না। আমার ধারণা ছিল ব্লগে শুকরের সংখ্যা অতি নগন্য, হয় তো ৩/৪ জন। তারা যখন ব্লগে আসে প্রতিজনে ৫/১০ টি নিক নিয়ে ঝাপিয়ে পড়ে। আর ঠিক তখন ব্লক আক্ষরিক অর্থে শুকরের খোড়ায়ে পরিনত হয়।

যখন সেই নিক গুলো চলে যায় ব্লগ আবার দিব্যি ঝকঝকে তকতকে। যখন তারা ব্লগে আসে খেয়াল করলে দেখবে সবগুলো আইডি একসাথেই আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব এভাবে যে একজন যদি ৫/১০ টা আইডি ব্যবহার করে তবে সব আইডিকে একসাথেই দেখা যাওয়ার কথা, সে যখন চলে যাবে তখন সব আইডি চলে যাবে এটাই তো স্বাভাবিক, তাই না? একটা গান শোনাতে শোনাতে বিদায় নিই.... সারাদিন তোমায় ভেবে (শুকরের পাল) হলো না আমার কোন কাজ হলো না তোমাকে পাওয়া (শুকরের পাল) দিন যে বৃথাই গেল আজ............... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।