আমাদের কথা খুঁজে নিন

   

রেডিও সার্কেল ফটোগ্রাফিক কন্টেস্ট এবং একটি ভো্ট..

প্রথমেই বলে নিচ্ছি, এইটা একটা পাবলিসিটি ব্লগ বলতে পারেন। । আমার হিসাবে, যে ছবি চোখে ভাল লাগে, তাই ভাল ছবি আমার জন্য। সেই দৃষ্টিকোন থেকে আপনাদের একটা ছবি দেখাতে চাই- এই ছবির ফটোগ্রাফার আমাদেরই এক ছোট ভাই, ফটোগ্রাফির জন্য এইরকম ডেডিকেশন কম মানুষেরই দেখসি আমি। বন্ধুদের সাথে ঘুরতে বের হইলেও ফাটাফাটি ছবি ছাড়া তাকে ফেরত আসতে দেখি নাই। ওর আরো কিছু ছবি দেখাই শিশুপার্কে- বন্ধুদের সাথে সাভারে- বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুরে - আমাদের সিনিয়র ব্যাচের র‌্যাগ ডে তে , ক্যাফের ছাঁদ থেকে- ওর ফ্লিকার স্ট্রীমের লিঙ্ক Hridoy Tanveer's flickr stream যে উদ্দেশ্যে ব্লগটা লেখাঃ রেডিও সার্কেল ফটোগ্রাফিক কনটেস্ট এর চর্চা সর্বত্র! আমাদের এই ভাইটিও সেখানে অংশ নিচ্ছে। আমরা চাই যদি সত্যিই ওর ছবিটা যোগ্য হয়ে থাকে, ও ভোট পাক! এই কন্টেস্ট বিষয়ে অনেক controversies আছে, সে বিষয়ে আমি ব্লগে কোন কথা লিখতে চাই না! আমরা চাই at the end of the day, ফটোগ্রাফির জয় হোক, ফটোগ্রাফারের dedication এর জয় হোক! ছবিটার লিঙ্ক(এই ব্লগের প্রথম ছবিটা) অনুসন্ধান করতে ইচ্ছুক যে = অনুসন্ধিৎসু এবং আগে এই পেইজটাতেও লাইক দিতে হবে Facebook page of Radio Circle এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, যদি ছবিটা ভাল লাগে ভোট দিন, যদি মনে করেন এর চেয়ে যোগ্য ছবি আছে সেটাকেও ভোট দিন। কিন্তু এইটা নিশ্চিত করুন যে ফটোগ্রাফির সাথে কোন অন্যায় হচ্ছে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.