আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতার স্বাদ !!!

বাংলাদেশ এর সরকার প্রধানরা ক্ষমতায় গেলে তাদের অতীত ভুলে যান । এটাই স্বাভাবিক কারণ ক্ষমতার স্বাদ । ইহা এমনি এক জিনিস যে কেঊ এর স্বাদ একবার পেলে আর কখনো ভুলিতে পারেনা । ইহা কি আসলেই অতীব দুর্লভ বস্তু নহে ? আমার বিশ্বাস বাংলাদেশ আর দশ টা দেশের মতো নয় । কেঊ চাইলেও বোমা ফাটিয়ে,মোল্লা বা তালিবানই স্টাইলে এদেশের ক্ষমতায় আসতে পারবে না ।

আগেই বলছি বাংলাদেশ সম্পূর্ণ আলাদা একটি রাষ্ট্র । এখানে সাম্প্রদায়িক তার বিন্দু মাত্র লেশ নাই । আমরা অতিথি পরায়ণ জাতী । আমি অবাক হই যখন দেখি আমাদের দেশের প্রধান দুই দলের দল বাজি । এদের যারাই ক্ষমতায় দেশের কোন দোলই পর পর ক্ষমতায় আসতে পারবে না ,এটা হয়নি ,হবেনা ।

আমি বলতে চাই আমাদের বড় দুই দল কেন চিরন্তন বাস্তবতাটা বুঝতে পারে না ,তারাতো নির্বোধ নয় ,নাকি ভান করে ? আমার একটি প্রশ্ন আছে , তা হল বাংলাদেশে যতগুলা অনুমোদিত রাজনৈতিক দল আছে তার সব গুলোর নাম বাংলাদেশের ৮০ ভাগ লোক বলতে পারবে ? যদি নিয়ম থাকতো প্রতিটি দলকে একটি করে সীট পেতে হবে তাহলে আর এতো দল থাকতো না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.