আমাদের কথা খুঁজে নিন

   

জনগন ক্ষমতার উৎস



বিশ্বের কোথায় কি হচ্ছে খবর রাখা আমাদের সকলের দরকার। আলজাজিরা দেখুন। পুরোটাই লাইভ। মিশর/ঈজিপ্ট - এ কি হচ্ছে? দেখছিলাম আর ভাবছি। একটা দেশের সরকার তার সকল আইন শ্ংখলা বাহিনী নিয়ে জনগনের রোস-এর সাথে টিকতে পারছে না।

সাধারন জনগন যখন খেপে যা্য় তখন তারা কিছুই মানে না। কোনো বাধাই আটকাতে পারে না। পুলিশ নেই। মিলিটারি নেমেছে কিন্তু কিছু হচ্ছে না। জন গনের একটাই দাবি, দেশের গদি ছাড়ো 'মুবারক'।

সকল সরকারে জন্য এটা একটা বড় মেসেজ কিংবা চেলেন্জ হয়ে উঠলো। অবস্তা দেখে মনে হচ্ছে, এটা হেভ আর হেভনট দের মাঝে লড়াই। দিঘর্ দিনের ক্ষোভ। মিশর/ঈজিপ্ট এর কায়রো সহ সকল শহরের ধনী নেইবরহুড-এ চলছে লুট আর রাহাজানি। বড় বড় মল, সরকারি অফিস এবং ক্ষমতাসীন পাটি অফিস লুট হয়েছে এবং হচ্ছে।

সব সরকার যেভাবে আইন শৃংখলা বাহিনী উপর আস্তা রাখে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, জনগনের দুঃখ দুর্দশার দিকে নজর না দিয়ে, তাদের জন্য এটা একটা শিক্ষনীয় বিষয়। সাধারন জনগন কেমন আছে, তাদের দুঃখ দুর্দশার সুরাহা হচ্ছে কিনা, তাদের দিনকাল কেমন চলছে, কি ভাবে তাদের অবস্তার উন্নতি করা যায়, সব সরকারের ভাবতে হবে। এটা যেমন ক্ষমতার উৎস তেমনি ক্ষমতার ধ্বংসও করতে সক্ষম। আরও একটা বিষয় পরিস্কার হলো, কোনো বিদেশি শক্তির সাহ্য়তা কিংবা আওতায় থেকেও গদি ধরে রাখা যা্য় না। জনগন ই ক্ষমতার উৎস


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।