আমাদের কথা খুঁজে নিন

   

শূটারদের ট্রায়াল সমাপ্ত

বাংলাদেশ গেমসে অংশ নেয়া প্রত্যেক ইভেন্টের সেরা ছয় জন এবং বিশেষ বিবেচনায় দুই-তিনজন সহ মোট ৪৪জন প্রতিযোগী এই ট্রায়ালে অংশ নেন। তিন দিনের ট্রায়াল শেষে কোচ লাভলী চৌধুরী আঁখি বলেন, “ট্রায়ালের ফলাফল ইতিবাচক। শীর্ষস্থানীয় শূটাররা নিজেদের ইভেন্টে ভালো করেছেন। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। ” মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোনে প্রথম হয়েছেন ঢাকা রাইফেল ক্লাবের শারমিন শিল্পা।

তার স্কোর ৫৭৩। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে ৫৭০ স্কোর করে রুপা জিতেছিলেন তিনি। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে সোনা জিতে অবসরের ঘোষণা দেন সাবরিনা সুলতানা। ট্রায়ালে এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার। তার স্কোর ৫৬৫।

৫৬১ স্কোর করে তৃতীয় হয়েছেন আনসার ভিডিপি শূটিং ক্লাবের নাহিদ সুলতানা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ৩৯৭ স্কোর করে প্রথম হয়েছেন আনসার ভিডিপি শূটিং ক্লাবের শারমিন আক্তার রত্না। ৩৯৫ স্কোর করে দ্বিতীয় হয়েছেন কুমিল্লা রাইফেল ক্লাবের শারমিন আক্তার। তৃতীয় হয়েছেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের সৈয়দা সাদিয়া সুলতানা (৩৯২)। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে ৩৮৮ স্কোর করে সোনা জিতেছিলেন সাদিয়া।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম হয়েছেন ঢাকা রাইফেল ক্লাবের আব্দুল্লাহ হেল বাকি (৫৯৩ স্কোর)। একই ক্লাবের শোভন চৌধুরী (৫৯১) দ্বিতীয় এবং কুমিল্লা রাইফেল ক্লাবের মাহমুদুল হাসান (৫৯০) তৃতীয় হন। বাংলাদেশ গেমসে এই ইভেন্টে বিকেএসপির রাব্বি হোসেন সোনা এবং বাকি রুপা জিতেছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.