আমাদের কথা খুঁজে নিন

   

মীরসরাই tragedy-charge নিয়েছেন তো?

ঘুম থেকে উঠে একজনের ফেসবুক স্ট্যাটাসে মীরসরাইয়ের বাস দূর্ঘটনার খবর পড়ে কিছুটা স্থম্ভিত হয়ে গেলাম। পরে প্রথম আলো ও আমারদেশ পত্রিকায় পূর্ণ বিবরণ পড়ে হৃদয়ে কিছুটা রক্তক্ষরন অনুভব করেছিলাম। মৃত কিশোরদের মা-বাবা এবং আত্মীয়স্বজনদের কান্না যেন কানে এসে বাজছিল। সাথে সাথেই মনে পড়ে গেল আল্লাহর কোরআনের সেই আয়াতগুলোঃ এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।

যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। সুরা বাকারাঃ ২: ১৫৫-১৫৬ And know that your properties and your children are but a trial and that Allah has with Him a great reward. সুরা আনফালঃ ৪:২৮ মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন মুসিবত দিয়ে। আর যখন তাদের উপর বিপদ আপতিত হবে তখন তারা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। এটা কোন মন্ত্র নয় যে, কেউ মারা গেলে আমাদেরকে এই মন্ত্রটা পড়লেই উদ্দেশ্য পূর্ন হয়ে যাবে। একদিন বাংলাভিশনে এক মৃত্যুর খবর পাঠের সময় এক পাঠিকা দেখলাম কথাটিকে অত্যন্ত আকর্ষনীয় এবং শৈল্পিক ভঙ্গিতে পড়ছে।

এ- আয়াতটির অর্থ কি আমরা জানি?এর অর্থ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো কোন বিপদ আসার পর এ দো’আটি পড়ার অর্থ কি আমরা সত্যি উপলব্ধি করতে পেরেছি? আসলে এ সকল বিপদ-আপদ আমাদের জন্য শিক্ষা, আমাদের ঈমানকে ঝালাই করে নেয়া এবং হৃদয়কে আলোড়িত করার সময়। নিজেকে ইমানের রংগে উদ্ভাসিত করার সময়। আমি এগুলোকে বলি Fuel বা Charge । আমরা অনেকে এ দূর্ঘটনার পর ফেসবুকে সমবেদনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। Somewherein, Sonarbangladesh ব্লগে এ নিয়ে আঙ্গুল ব্যাথা করে ফেলেছি, আমি এগুলোর বিরোধী নই।

প্রশ্ন হচ্ছে এ সকল বিপদসমূহ হতে আমরা কতটুকু চার্জ নিতে পেরেছ? আমরা কি একবারও ভেবেছি এ বিপদ আমার উপরও আসতে পারত? আল্লাহ কোরআনে বিভিন্ন জাতির উপর আজাব মুসিবতের কাহিনী কি এমনি এমনি বর্ণনা করেছেন নাকি আমাদের শিক্ষা নেওয়ার জন্য জন্য দিয়েছেন? গতবছর বুয়েটের সম্রাট মারা যাওয়ার পর অনেকে গাড়ি ভাঙ্গার দিকে মনোযোগ দিয়েছিল কেউবা সম্রাটের স্মরণে বিভিন্ন রকম দো’আর আয়োজন করেছিল। আমি এগুলো নিয়ে মন্তব্য করছিনা কিন্তু আমি তখন অনেককে একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, “এ মৃত্যু থেকে তোমরা কি কোন চার্জ নিতে পেরেছ?” এ ঘটনার পরও অনেকে দেখলাম লেখালেখি করছে ড্রাইভার সতর্ক ছিলনা, তাই এ ঘটনা। আমাদের সড়ক ব্যবস্থা ঠিক করতে হবে হ্যান-ত্যান ইত্যাদি। আমি কথাগুলোকে সাপোর্ট করি, তবে সাথে সাথে আরো একটি কথা বলবঃ Please ------------------------ take charge from th0se incident --------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।