আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো, গুড মর্নিং স্যার, সিটিসেল থেকে বলছি, আমি……..

আকাশ ভরা গাঙচিল হ্যালো, গুড মর্নিং স্যার, সিটিসেল থেকে বলছি, আমি…….. ঘুমাতে গিয়ে মনে হল সিগারেট খাওয়া হয়নি। এই না খাওয়ার অসস্তি নিয়ে ঘুমাতে পারব না। তাই উঠলাম, সিগারেট ধরালাম। এমন সময় একটা কবিতার লাইন মনে এল- ভাল থেকো মেঘ বৃষ্টি, রাগ অভিমান ভাল থেকো মানুষ, পথ ঘাট, নিয়নের আলো জেনে রেখো ধার নিয়েছিল কিছু আলো পথ চলা অচেনা পথিক, তোমাদের নগরে। ভাল থেকো পথিক, পথের ক্লান্তি ভাল থেকো সুখ, মেঘলা দুপুর ভাল থেকো রোদ, অমাবশ্যার রাত ভাল থেকো নির্ঘুম রাত, কান্না চোখের সীমাহীন দৃষ্টি ভাল থেকো কবিতা।

ভাল থাকবে না শুধু অসঙ্গায়িত ভালবাসা ভাল থাকবে না তোমার হঠাৎ হঠাৎ যাওয়া আসা ভাল থাকবে না নীরব জোছনা। এই ভাল থেকো নিয়ে কে একজন যেন কবিতা লিখেছেন। মনে করতে পারছি না। ধুর যাই হোক, আমার এখন ঘুমানো দরকার। সকালে উঠতে হবে।

অনেক কাজ আছে। হুমম। ঘ্র…ঘ্র………. সকাল ৯ টা ২৮ মিনিট। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। এলার্ম দেয়া ছিল সকাল ৯ টায়, সেটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে।

প্রতিদিনই যেরকম হয়। আজ এই ছুটির দিনে এতো সকালে কে ফোন দেয়? ধুর!!!!!!!! খুব কষ্টে চোখ খুলে দেখি, সিটিসেল ইস কলিং। হাহ, এই সকাল বেলায় তাদের আবার কি হল? না কি আমারই কিছু হয়েছে? কাল রাতেইতো নতুন প্যাকেজ নিলাম। আজ সকাল হতে না হতেই আবার কি হল? ধুর, যাই হোক রিসিভ করি। সেরকম কিছু বললে লাইন কেটে দিয়ে ঘুমাবো।

ঘুম ঘুম কণ্ঠে একটু স্বাভাবিকতা নিয়ে এসে হ্যালো বললাম। ও পাশ থেকে যিনি কথা বললেন তার কণ্ঠ শুনে ভাবলাম, বলুক না, যা ইচ্ছা!!! একটু শুনি। একটু গল্প করি। হ্যালো, গুড মর্নিং স্যার, সিটিসেল থেকে বলছি, আমি…….. আমি আপনার সাথে একটু কথা বলব। আপনার কি সময় হবে? একটু ভাব নিয় বললাম, জ্বী, বলুন।

আচ্ছা, প্রথমেই আপনার নাম্বারটা কনফার্ম করে নেই। স্যার আপনার নাম্বার হচ্ছে ০১১৯৩১২৩… হ্যাঁ ঠিক আছে আপনি কোন প্যাকেজ ইউজ করছেন স্যার? বললাম আপনার নামটা বলবেন কি? বললাম স্যার আপনার রিম কি এই নামেই রেজিস্ট্রেশন করা? আমার এতো সুন্দর সাহিত্যিক নামটা পছন্দ হল না? চেক করার কি দরকার ছিল? ধুর, আসল নাম বললাম। স্যার আপনার মেইল এ্যাড্রেসটা কি বলবেন কাইন্ডলি? বললাম। স্যার আপনার জন্ম তারিখটা? আমার ২৫ রানিং। বার্থ ডেট ফোরটিন ডিসেম্বর ১৯৮৭ স্যার আপনি এখন কোথায় আছেন জানালে আমার পক্ষে আপনাকে হেল্প করা সুবিধা হতো।

আমি জানিয়ে দিতে পারতাম আপনার হাতের কাছের কাস্টমার কেয়ারের ঠিকানা। আমি সিলেট সিটি করপোরেশনের আন্ডারেই আছি আর কাস্টমার কেয়ার আমার বাসার কাছেই। ও আচ্ছা, স্যার কাস্টমার কেয়ার আপনার বাসার কত কাছে? মানে এ্যাড্রেসটা বলুন আমি আপনাকে সবচেয়ে কাছের কাস্টমার কেয়ারের ঠিকানা বলে দিতে পারব। কাহিনি কি? আজ এতো খাতির কেন? স্যার আপনি যে প্যাকেজ ইউজ করছেন সেখানে আপনার সবচেয়ে ভাল লাগে কোন বিষয়টা? লাগে তো সবি বিরক্ত। কোন টা বাদ দিয়ে কোনটা বলি।

তবে এই মুহূর্তে আপনার সাথে কথা বলতেই বেশি ভাল লাগছে। এই যে আপনারা মাঝে মাঝে ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নেন এইগুলোই আমার বেশি ভাল লাগে। যাই হোক, এই রুমান্টিক কথাটা না বলে গাধার মতো বলে ফেললাম- আগে যখন পোস্ট পেইড ইউজ করতাম তখন ডাউনলোড স্পীড বেশ ভাল পেতাম। আর এখন প্রি পেইডে মাত্র ১৫/১৬ কেবিপিএস। আচ্ছা, স্যার আপনার যদি ডাউনলোড সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তবে ০১১৯৯১২১১২১ এই নাম্বারে যোগাযোগ করুন।

আপনার মূল্যবান সময় দেয়র জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সাধারণত এই কথা বলার পরই তারা ঠাস করে লাইন কেটে দেয়। আজ দিল না। আমিও বেশ ভালবাসা মিশিয়ে বললাম, আপনাকেও ধন্যবাদ। ঘুম কেটে গেছে।

ভাবছি এতো কিছু শোনার দরকার কি ছিল? কোনো দিনতো জানতে চায়নি। ইস, যদি বলতাম আপনার সাথে কথা বলতেই ভাল লাগছে এখন তাহলে সে কি বলত? ভাল কিছু? না কি খুব ভদ্র ভাবে ফোন রেখে দিত? কি জানি কি যে করত! না বলেই ভাল করেছি কিন্তু এতো সকালে ঘুম থেকে উঠে কি করব? ধুর ঘুমাই……..আহ ঘুম তুমি কোথায়? ঘুমের রাজ্যে তলিয়ে যেতে যেতে মনে হলো, আজ তো আমার অনক কাজ ছিল!!! ছবি: যথারীতি ইন্টারনেট থেকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।