আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে আজকাল বৃষ্টি দেখলে ভয় লাগে,মনে হয় আমি কাঁদছি। একসময় সকালের বৃষ্টি চাইতাম হাত তুলে,ইশকুলে না যাওয়ার একটা উসিলা পাবো এই ভেবে। সময় খেয়ে দিয়েছে নিজের ইচ্ছে গুলোকে,হায়!সময়।

........বিবর্ণ আমার মন কি কারণে যেন এক ঘাস ফুল দেখে আমি অবাক চোখে চেয়েছিলাম অনেকক্ষণ। ঘাস ফুল!বেগুনি পাপড়ি আর লাল খোসার ভিতরে হলুদ পরাগরেণুর খেলা........ঘাস ফুলটার নাম জানতে পারেনি,ভীষণ ভালো লেগেছিল,কাছে রাখতে চেয়েছিলাম। .......হঠাৎ খুব ঘুম ভাংলো,ঘাস ফুল অভিমানী হয়ে চলে গেছে নীল নীল আকাশের রঙের সাথে মিতালি করে,এখন আকাশে দশ আঙ্গুলের খেলা দেখি মেঘের গর্জনে। হায়!ঘাস ফুল! খুব ইচ্ছে জাগে বাউন্ডুলে হতে,হাতের তালুতে লাটিমের খেলা খেলতে,ডাংগুলি খেলার মতো এক বাড়ি দিয়ে অবাঞ্ছিত কে দূরে সরিয়ে দিতে,পারিনা। কী সব প্রযুক্তির দৌড় ঝাপ আমার একদমই অসহ্য লাগে।

বেমানান দুনিয়া,মাংশপিন্ডের কত জোর আর কাগজের নোটের মায়ায় আটকে গেছে পিছন ফেরা। কী সব আকাংক্ষা!! রাস্তায় পাশে পলিথিনে ভরপুর ডাস্টবিনটায় মৃত নেড়ি কুকুর দেখে খটকা লাগলো,আজকাল আমরাও বেওয়ারিশ! আজকাল মানুষকে দূরে রাখি,বার্তা বিনিময়ের সস্তা মাধ্যমও ইউজ করতে আর ইচ্ছে হয়না। আয়নায় নিজের সুরতহাল দেখি সময় পেলেই,আয়নার মুখ খানি আমারই তো? নাকি দ্বিপদ কোন পশুর? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।