আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল কি যে হয়েছে...

জীবনটা সিগারেটের ছাই........

কয়েক দিন ধরে আজব একটা সমস্যায় আছি। কারো সাথে কথা বলার দুই তিন মিনিটের মধ্যে আর কোন কথা খুজে পাই না। আজ সকালে ঘুম ছিলাম। সারারাত ব্লগর ব্লগর করে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা আমার সবচেয়ে প্রিয় এবং পুরোনো স্বভাব। বারোটার দিকে শুনি কে যেনো দরজায় কড়া নাড়ছে।

মেজাজটা ধপ করেই সহ্য সীমা ক্রস করল। কান পেতে বোঝার চেষ্টা করি যে এসেছে তাকে আচ্ছা একটা ধমক দেয়ান যায় কিনা। হোসেন। যার কাছে সময়ে অসময়ে আমি ব্যাংকের সুবিধা নিয়ে থাকি। যখন তখনের নোটিসে সে আমাকে তাৎক্ষনিক টাকা ধার দেয়ার সুবিধা দেয়।

মেজাজ টা আরো বেশি খারাপ হলো, তাকে ধমকাতে পারবোনা ভেবে। শুভ সকাল জানিয়ে সে ঘরে ঢুকল। আমি বললাম, আমার জন্য এখনই শুভ সকাল নয়। আরো ঘুমাবো। তিনটার দিকে উঠব।

সে বলল, একটা গুড নিউজ দিতে আপনার কাছে এলাম। গুড নিউজ দিতে এসেছি কথাটা শুনলে সবার যেটা আগে মনে আসে তাহলো আমার নিজের কোন গুড নিউজ? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় যে নিউজ দিতে এসেছে তার গুড নিউজ। আমি হালকা হাসি মুখে এনে বললাম, বলো তোমার কি সেই গুড নিউজ। সে মুখ ভরতি হাসি এনে আমাকে বলল, আমি ডিগ্রী পাস করেছি। -তাহলে তো অবশ্যই গুড নিউজ।

মিষ্টি কই? পার্টি দিবা কবে? -মিষ্টি তো খাবেনই। পার্টিও দিব। আমি অবাক হয়ে দেখি আর কোন কথা খুজে পাচ্ছিনা। কি বলব। শেষে কি করলাম, চোখ বন্ধ করে রইলাম।

যাতে সে ভাবে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। তাছাড়া একটু আগে তো তাকে বললামই আরো ঘুমাবো। চুপচাপ কিছুক্ষন বসে থেকে সে বলল, ঠিক আছে তাহলে ভাইয়া যাই। আমি হালকা চোখ খুলে বললাম চলে যাবে? আচ্ছা যাও। আর মিষ্টি নিয়ে এসো।

হোসেন চলে যাওয়ার পর চিন্তায় পরে গেলাম। এত তাড়াতারি কথা রা ফুরিয়ে গেলো!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।