আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটের গতি বাড়িয়ে নিন

বন্ধুরা/পাঠক ভাইরা, আমার এই লেখা মূলত আপনাদের জন্যেই..,, ইন্টারনেট ইউজাররা কম-বেশী সবাই “ভয়াবহ” ইন্টারনেট স্পিডের কারণে মহা বিরক্ত। এই অবস্হায় নিজেদের চুল ছিড়া ছাড়া আর আইএসপিগুলোর মুন্ডোপাত করা ছাড়া আমাদের করার কিছুই থাকে না। কিন্তু একটু হরকত করলে নিজেই এর খানিকটা সমাধান করতে পারি। আমরা এটা করেছি Windows XP group policy এডিট করে। কীভাবে?….আসুন তাহলে দেখি।

বন্ধুগন- প্রথমে Start Button - Run এ Click করুন। gpedit.msc লিখে এন্টার করুন। ১। Local Computer Policy থেকে Computer Configuration এ click করুন। ২।

Computer Configuration 'র Administrative Templates এ double click করুন। ৩। Administrative Templates থেকে Network এ যান। ৪। Network থেকে QoS Packet Scheduler ক্লিক করুন।

৫। এখন ডান পাশে লক্ষ্য করুন। Limit Reservable bandwidth দেখতে পাবেন। এটি সাধারনত Not Configured মুডে থাকে। আপনি এটার উপর ডাবল ক্লিক করে এনাবল রেডিও বাটনটি selectকরুন।

এরপর আপনি value বসাবার একটি বক্স দেখতে পবেন। এখানে যে ভ্যালুই দেয়া থাক না কেন আপনি তাতে ০(জিরো) বসিয়ে ok করে বেরিয়ে আসুন। । ৬। Start Button এ ক্লিক করে Run select করুন।

এবার লিখুন gpupdate এবং Enter করুন। ব্যাস! হয়ে গেল …। Windows Operating System সাধারনত ২০% bandwidth reserve করে রাখে। আপনি এ পদ্ধতিতে reserved bandwidth নিজের জন্য ব্যবহার করলেন। ধন্যবাদ।

নিজেই ইন্টারনেটের গতি বাড়িয়ে নিন। টপিকটি যদি আপনাদের এতটুকু কাজে লাগে, জানালে খুশি হব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.