আমাদের কথা খুঁজে নিন

   

2. ইন্টারনেটের স্পিড বাড়ান ২০%

জীবন টা একটা বইয়ের পাতার মত যত উল্টাবে ততই জানবে !!! 2. ইন্টারনেটের স্পিড বাড়ান ২০% মাইক্রোসফট এর ও.এস নেটের ২০% স্পিড আলাদা করে রাখে নিজের ব্যবহার যেমন উইন্ডোজ আপডেটের জন্য। আপনি ইচ্ছে করলে সেই রিজার্ভ ২০% ব্যাবহার করতে পারেন। স্টার্ট মেন্যুতে ক্লিক করে 'রান'-এ ক্লিক করুন। এবার সেখানে 'gpedit.msc' টাইপ করুন। এরপর 'policy editor' তারপর 'Local Computer Policy'তে যান।

এরপর 'Computer Configuration'-এ এরপর 'Administrative Templates' -এ ডবল ক্লিক করুন, তারপর 'Network'-এ তারপর 'QOS Packet Scheduler' এবং এরপর 'Limit Reservable Bandwidth'-এ ডবল ক্লিক করুন। ওখানে বাই ডিফল্ট 'not configured' দেখবেন। কিন্তু পাশের এক্সপ্লেইন ট্যাব পড়লেই বুঝতে পারবেন আপনার ২০% ব্যান্ডউইডথ রিজার্ভ করা আছে। আপনি নিচের 'ENABLE' বাটনে ক্লিক করুন এবং 'reservable bandwidth' শুণ্য শতাংশ(০%) করে দিন। এভাবে আপনি ইন্টার্নেটের ২০% স্পিড বাড়াতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.