আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কখনোই ছিলে না

কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ ভুলে যাবো তুমি পূর্বেও ছিলে, মনে করবো এই বিশ্ব নিখিলে, তুমি কখনোই ছিলে না৷ এর আগে তুমি ছিলে, ছিলে আকাশে, নদী জলে ঘাসে, ছিলে পাথরে ঝর্ণার পাশে৷ আসলে তুমি কখনোই ছিলে না৷ এর আগে তুমি অনেক কিছুতে ছিলে, ফুলেও ছিলে, ফলেও ছিলে, নাকে মুখে চোখে চুলেও ছিলে, আসলে তুমি কখনোই ছিলে না৷ এর আগে তুমি এখানে ছিলে, এর আগে তুমি সেখানে ছিলে, এর আগে তুমি সবখানে ছিলে, আসলে তুমি কখনোই ছিলে না৷ রাতের পুণ্য লগনে ছিলে, নীল নব ঘন গগনে ছিলে৷ আসলে তুমি কখনোই ছিলে না৷ এর আগে তুমি আমাতে ছিলে৷ আসলে তুমি কখনোই ছিলে না৷ (একটি প্যারোডী কবিতা)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.