আমাদের কথা খুঁজে নিন

   

আমি এনটিভি আর দেশটিভিকে এই মুহূর্ত থেকে বর্জন করলাম... সাথে আছেন কি?

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ ভিকিদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে অতঃপর থ্রেট করেছে এনটিভি এবং দেশটিভির সাংবাদিকরা।

(সূত্র: আপডেট-১৮ ) এনটিভিকে ভাল বলেই জানতাম। নিরপেক্ষ বলেই ভেবেছিলাম। এখন দেখছি উল্টোটা!! প্রথম আলো'র সাহসী সাংবাদিকতার জন্য প্রথম আলোর খুব বড় একজন ভক্ত ছিলাম। ভিকারুন্নেসার ব্যাপারটায় এসে দেখছি তারাও অনেক ব্যাপার লুকোচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে!!! আর দেশটিভি? শুরু থেকেই দেখতে পারিনা এই টিভি চ্যানেলটাকে। আজকের এই ঘটনার পরেতো.......থাক, আর নাইবা বললাম।

আমরা এদেরকে বর্জন করলে হয়তো এনটিভির কিছু হবেনা। বা হলেও খুব কম "ক্ষতি" হবে। কিন্তু দেশটিভির ক্ষেত্রে ঘটবে ঠিক উল্টোটা। তারা নতুন একটা রিয়েলিটি শো করতে যাচ্ছে "কে হতে চায় কোটিপতি!" আমরা বর্জন করলে চরম মাত্রায় লস্ খাবে দেশটিভি। কারণ, এখন এটাই তাদের উপার্জনের মাধ্যম যার জন্য তাদের প্রয়োজন জনগনের সমর্থন! যা তারা পাবেনা।

(ক্ষতি/লস্ করাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তাদেরকে "সিধা" করা! আমরা বাঙালী। "সিধা" শব্দের অর্থটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবেনা। ) এটা কোন আন্দোলন নয়। যে যে যার যার অবস্থানে থেকে বর্জন করবো এনটিভি এবং দেশটিভিকে! কারো যদি বর্জন করতে ইচ্ছা না করে তাহলে করার দরকার নেই।

কাউকে "এটা করতেই হবে!"-এমনটা বলা হচ্ছেনা। সাংবাদিকদের কাছ থেকে সত্যের সন্ধান চাই। সংবাদ তৈরী করতে গিয়ে দম্ভ বা মাস্তানি নয়; সত্যকে ঢেকে দিয়ে মিথ্যের প্রচার নয়! আমাদের দেশের মিডিয়া হোক নিরপেক্ষ, স্বাধীন; এর জন্য কোনপ্রকার সমর্থন চাইলে চোখ বুজে দিতে রাজি আছি। ভিকি'দের আন্দোলনে পাশে আছি সবসময়। সবাই ভালো থাকবেন -হ্যাপি ব্লগিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.