আমাদের কথা খুঁজে নিন

   

এনটিভি: িততাস: এমজিএইচ ত্রিপক্ষীয় সংঘর্ষ

Need to hide myself

তিনপক্ষের লড়াইয়ে বলি হোল দরিদ্র চায়ের দোকানদার। বিকেল থেকে টানা উত্তেজনায় পথচারী ও কারওয়ান বাজার এলাকার অনান্য অফিসের কর্মকর্তারা। তিতাসের এক মুর্খ ড্রাইভার পেটালেন নজরনা চৌধুরীকে। বিধিভাম!!দলবেধে এনটিভির কর্মকর্তা ও কর্মচারীরা ড্রাইভারদের যাকে পেলেন তাকেই মারলেন। ভাঙ্গলেন চা সিগারেটের দোকান।

উত্তেজনা ছড়িয়ে পড়লো। যেসব ড্রাইভার মার খেলেন তাদের মাঝে এমজিএইচের ড্রাইভারও ছিল ফলে তারাও ক্ষেপে আক্রমন চালালো। শুরু হোল যুদ্ধ। সমঝোতার এক পর্যায়ে এমজিএইচের এক কর্মকর্তা জানালেন গলি দিয়ে এনটিভির কোন গাড়ী চলবে না। এই কথা যেই বলতে মাথা ফাটলো তারও।

আহত হলেন আরো দুজন। পুলিশও আক্রমন করলো চায়ের দোকানে। সাংবাদিকের গায়ে হাত তোলার এমন অর্বাচীন জবাব দেয়াটা কি মর্যাদার কাজ হয়েছে? এই প্রশ্ন চায়ের দোকানে বসা আড্ডাবাজদের। তিতাসের এমডিকে জানালেই তো ওই ড্রাইভারের চাকরী চলে যেত। অথবা তিতাসের দুর্নীতি নিয়ে সিরিজ রিপোর্ট করা শুরু করলে কি মোক্ষম জবাব দেয়া হোতনা।

আশু সমাধান হিসেবে বোধ করি চায়ের দোকানগুলোকে উঠিয়ে দিবে না প্রশাসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.