আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধাদের ভাতায় সমতা এলো

এর ফলে খেতাবপ্রাপ্ত ২১৭ জন বেসামরিক মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার এখন থেকে খেতাবধারী সামরিক ও অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমান হারে ভাতা পাবেন।    
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা, ২০১৩’এর খসড়ার অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, সামরিক ও অন্যান্য বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ২০১১ সালে বৃদ্ধি করা হলে অসামঞ্জস্য তৈরি হয়। এ ক্ষেত্রে সামঞ্জস্য আনতেই খেতাবপ্রাপ্ত বে-সামরিক মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
স্বাধীনতার পর বীরশ্রেষ্ঠদের ভাতা ২০০ টাকা ছিল।

২০১১ সালে তা বাড়িয়ে সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে ১২ হাজার টাকা করা হয়। আর বীর উত্তমদের ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, বীর বিক্রমদের ভাতা ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা এবং বীরপ্রতীকদের ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়। খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সেনাবাহিনীর ২৫১ জন,নৌ বাহিনীর ২১ জন, বিমান বাহিনীর ২৩ জন , বিজিবির ১১৮ জন এবং আনসারের একজন সদস্য এ হারে ভাতা পেয়ে আসছেন।
এখন থেকে খেতাবপ্রাপ্ত ২১৭ জন বেসামরিক মুক্তিযোদ্ধাও এ সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মারা গেছেন, তাদের উত্তরাধীকারীরা এ ভাতা পাবেন।

এছাড়া বর্তমানে মুক্তিযোদ্ধারা দু্ই হাজার টাকা করে যে সম্মানীভাতা পাচ্ছেন তাও অব্যাহত থাকবে। অর্থাৎ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা ভাতার সঙ্গে সম্মানীভাতাও পাবেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এ ভাতা দেয়ার জন্য বই ইস্যু করা হবে এবং ব্যাংক হিসাব থেকে এ টাকা দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর পরিমাণ পরে নির্ধারণ করা হবে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.