আমাদের কথা খুঁজে নিন

   

"ও সখিনা গেছোস কিনা ভুইল্লা আমারে... আমি অহন রিক্সা চালাই লন্ডন শহরে...."

আমার আকাশ ছোয়াঁর ভীষণ ইচ্ছে...কিন্তু পারিনা!!! তাই মনের আকাশে রং বেরংয়ের ঘুড়ি উড়াই...প্রতিনিয়ত! বাঙ্গালী জাতিটাই এমন, যেখানেই যাবে সাথে নিয়ে যাবে তার বৈচিত্রময় ঐতিহ্য, ক্বষ্টি-কালচার। আমাদের সেই পূর্বপুরুষেরা যেদিন পা রেখেছিলেন ইউরোপগামী জাহাজে, সেই থেকে শুরু। আজো আমরা ছড়িয়ে আছি ইউরোপের আনাচে-কানাচে। অনেক নেতিবাচক ভাবমূর্তি যেমন আমাদের হেয় করছে প্রতিনিয়ত, তেমনি কিছুসংখ্যক মানুষ আজো প্রানপণে লড়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যময় জাতিস্বত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য। কিছু উদাহরণ দিতে পারি আমি।

যেমন কিছুদিন আগে ব্রিকলেনে হয়ে গেলো বৈশাখী উৎসব। যার উচ্ছ্বাস ছিলো দেখার মত। তাছাড়া এখানকার একটি পার্কে তৈরী হয়েছে আমাদের ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার। কিন্তু সবকিছুকে ছাপিয়ে আমাকে অবাক করেছে যে জিনিসটি, যার জন্য আমার লিখতে বসা, তাহলো বিশ্বের অন্যতম শপিং টাউন লন্ডনের অক্সফোর্ড সার্কাসে রিক্সার আনাগোনা। সেদিন চোখে পড়ল বিষয়টি।

জিজ্ঞেস করে জানলাম, বেশ কিছুদিন ধরে নাকি রিক্সা চলছে কিছু সীমাবদ্ধ অঞ্চল জুড়ে। এই রিক্সাগুলো ঠিক আমাদের দেশীয় রিক্সার মত নয়। তিন চাকার হলে ও বসার জায়গা আরও প্রশস্ত। আর চালকরা অধিকাংশই বাংলাদেশী। ইংলিশ এবং কালোরা ও আছে কিছু সংখ্যক।

যাত্রীরাও মনের আনন্দে এ শপিংমল থেকে ও শপিংমলে যাচ্ছে রিক্সায় চড়ে। ভাড়াটাও তাদের হাতের নাগালে। ফকির আলমগীর যদি এখানে আসতেন তিনি হয়ত আবারো গেয়ে উঠতেন তার সেই বিখ্যাত গানটি একটু পরিবর্তন করে.... "ও সখিনা গেছোস কিনা ভুইল্লা আমারে... আমি অহন রিক্সা চালাই লন্ডন শহরে...." ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।