কত তারা আকাশে...
কমপিউটার যেমন আমাদের নিত্য সঙ্গী তেমনি ভাইরাস কমপিউটারের নিত্য সঙ্গী । এজন্য আমরা বিভিন্ন Antivirus ব্যবহার করি। কিছু কিছু Antivirus আছে বড় বড় ভাইরাস ধরতে পারলেও অনেক ছোটো ভাইরাস ধরতে পারেনা।
দেখুন তো আপনার Antivirus টা কেমন কাজ করতেসে।
১।
নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোড টি বসান
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
২। এবার নোটপ্যাড রিনেম করুন myfile.com লিখে।
৩। এবার Antivirus দিয়ে স্ক্যান করুন myfile.com ফাইলটি।
আপনার Antivirus যদি ঠিকমতো কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে warning দিবে এবং ফাইল ডিলিট করে দিবে।
*** কিছু উন্নতমানের Antivirus আছে যা আপনার ফাইল টি কে ২ নং ধাপেই ডিলিট করে দিবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।