আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল বাগ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

সদ্য আবিষ্কৃত এক মোবাইল বাগ নিয়ে বিশ্বব্যাপী হুুঁশিয়ারি জারি করেছে জাতিসংঘ। আবিষ্কৃত বাগটি সম্পর্কে বার্লিনের সিকিউরিটি রিসার্চ ল্যাব জানিয়েছে, বাগটি ব্যবহার করে ব্যবহৃত সিম কার্ডের দখল এবং কার্ডটি ক্লোন করে নিতে পারবে হ্যাকাররা।
সিকিউরিটি রিসার্চ ল্যাবের প্রতিবেদন পর্যালোচনা করে মোবাইল বাগটিকে বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আইটিইউ মহাসচিব হামাদুন তোরে এ ব্যাপারে বলেন, “সাইবার সিকিউরিটি ঝুঁকির দিক থেকে আমরা কোথায় যাচ্ছি, সেটাই ইঙ্গিত করছে প্রতিবেদনের তথ্যগুলো। ”
৩১ জুলাই লাসভেগাসে অনুষ্ঠিত হবে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স কনফারেন্স।

ওই কনফারেন্সে নতুন বাগটি নিয়ে বিস্তারিত জানাবে সিকিউরিটি রিসার্চ ল্যাব।
বিশ্বের প্রায় ২শ’ দেশের সরকার, টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে নতুন বাগটির হুমকি সম্পর্কে আইটিইউ হুঁশিয়ার করে দেবে বলে জানিয়েছেন তোরে।
সিকিউরিটি রিসার্চ ল্যাবের গবেষকদলের প্রধান কার্সটেন নোল জানিয়েছেন, পুরনো ডিইএস এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিশ্বব্যাপী এমন পাঁচ কোটি সিম নতুন বাগটির আক্রমণ ঝুঁকিতে রয়েছে।
বাগটি ব্যবহার করে মোবাইল ফোনের সিমের পুরো দখল নিয়ে নিতে পারবে হ্যাকাররা। নির্দিষ্ট কিছু সিম ক্লোন করেও নিতে পারবে হ্যাকাররা।

সিম ক্লোন বা কপি করে নেওয়ার পর সিমের নম্বর ব্যবহার করে ফোনকল বা এসএমএস পাঠানো যাবে। বেহাত হয়ে যাবে সিমে মাস্টারকার্ড বা পেপাল ডেটাসহ সংরক্ষিত যাবতীয় তথ্য।
বেশিরভাগ ব্যাংকিং লেনদেন মোবাইলনির্ভর হওয়ায় আফ্রিকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন নোল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.