আমাদের কথা খুঁজে নিন

   

কায়াক পাওয়ার মিটার নির্মাণ

দাঁড় বেয়ে সরু নৌকা চালানো বেশ কঠিন কাজ। কিন্তু কাজটি কতটা কঠিন তা এখন পরিমাপ করা যাবে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডভিত্তিক ওয়ান জায়ান্ট লিপের তৈরি ডিজিটাল দাঁড়ের মাধ্যমে প্রতিবার পানিতে আঘাত করলে কি পরিমাণ শক্তি ব্যয় হয়, তা জানা যাবে।
ডিজিটাল এ দাঁড়টিতে রয়েছে একটি পাওয়ার মিটার মনিটর। দাঁড় বাওয়ার সময় যে পরিমাণ শক্তি ব্যয় হবে তা এ মনিটরেই ভেসে উঠবে।

নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান জায়ান্ট লিপ জানিয়েছে, বাইসাইকেলের মিটারে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এ মিটারেও প্রায় তেমন প্রযুক্তিই ব্যবহার করা হয়েছে। তাদের নির্মিত এ ডিজিটাল দাঁড়টির নাম দেওয়া হয়েছে কায়াক পাওয়ার মিটার।
নির্মাতা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কার্বন ফাইবার দিয়ে তৈরি এই কায়াক পাওয়ার মিটার। এর ভেতরের যন্ত্রাংশ শক্তি উৎপাদন, শক্তি সমতা এবং দাঁড়ের মাধ্যমে পানিতে আঘাতের পরিমাণ পর্যবেক্ষণ করে ফলাফল প্রদর্শন করে।
এ ছাড়াও যন্ত্রটি সরু নৌকার বাহকদের শারীরিক যোগ্যতা থেকে শুরু করে তাল বজায় রাখা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।

নির্মাতাদের দাবি, তারাই প্রথম এ রকম একটি মিটার তৈরি করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.