আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ও মাইক্রোসফটের আয় কমল

সাম্প্রতিক সময়ে সার্চ জায়ান্ট গুগল এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের আয় সন্তোষজনক নয়। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে মাইক্রোসফট সারফেস ট্যাবলেট বিক্রিতে আশানুরূপ সাফল্য পায়নি; বরং তা হতাশাজনক পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের এই দুটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল এবং মাইক্রোসফট দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশিত আয় অর্জনে ব্যর্থ হয়েছে।
গুগলের আয় ৯৭০ কোটি ডলার, যা এক বছর আগের তুলনায় ১৬% বাড়লেও তা পূর্বাভাষের তুলনায় কম। মাইক্রোসফট দ্বিতীয় প্রান্তিকে ৪৫০ কোটি ডলার লাভ করতে সক্ষম হলেও তাদের ঘোষণা অনুসারে সারফেস ট্যাবলেটের খারাপ বিক্রির ফলে ৯০ কোটি ডলার কমবে।


এসব কারণে উভয় প্রতিষ্ঠানের শেয়ারমূল্য মাত্র এক ঘণ্টার বিরতিতে ৪%-এর বেশি কমে যায়।
মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম দিয়ে সারফেস ট্যাবলেট বিক্রি বাড়াতে চেয়েছিল। কিন্তু সম্প্রতি গত পাঁচ বছরের ইতিহাসে পিসি বিক্রি সবচেয়ে কম হয়ে যাওয়ায় মাইক্রোসফটের এ উদ্যোগ সফল হয়নি। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়ে সারফেসের মূল্য কমিয়েছে।
গুগল এখন অনলাইন বিজ্ঞাপনের দিকে আরও মনযোগী হচ্ছে।

প্রতিষ্ঠানটির সিইও ল্যারি পেইজ জানিয়েছেন, তারা একটি স্ক্রিন থেকে একাধিক স্ক্রিনের দিকে স্মার্টফোনে বিজ্ঞাপনের সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে চান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.