আমাদের কথা খুঁজে নিন

   

আমার পছন্দের কিছু গানের lyrics.........

enough is not always enough____ mittha by black______ সময় হল এখন আমার মুখোমুখি বসবার মুখের কাছে প্রিয় আগুন জ্বলে উঠবার তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো ঘুমের দেশে লুকাবো বাতাসের দিনে হেঁটে যাবো বহুদুর সময় হল তোমার আমাকে জাগাবার ভেজা হাতে ছুঁয়ে দিও আমার সব আর্দ্রতা তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো ঘুমের দেশে লুকাবো বাতাসের দিনে হেঁটে যাবো বহুদুর........... manus pakhir gan by black_______ এবার মুখোমুখি হলে কি কথা হবে? কী মিথ্যের স্বপ্ন সাজাবে? এর চে’ বরং দুজনেই চুপচাপ থাকি যেন দুটি পাখি উড়ে যাও না কেন? এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি বৃষ্টির রাতে পাখিরা কোথায় থাকে জান নাকি তুমি? কোথায় লুকায় তারা উড়ে যাও না কেন? এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? কেন?....কেন?...... উড়ে যাও না কেন? এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? abar by black _______ শীত শেষের এই ভোরে কেউ এসে দাঁড়াল কি ? আবার সে ফিরে তাকাল কি? এই সুর্যের নিচে দাঁড়িয়ে দেখতে চাই আবার পৃথিবীকে দেখা হলো তো আবার অনেক কিছুর পর শ্বাশ্বত হোক আমাদের পৃথিবী ওই সুর্যের নিচে দাঁড়িয়ে দেখতে চাই আবার পৃথিবীকে আবার......আবার...... তাহলে ফিরে এলে যেখানে ছিলে তুমি তখন ওই সুর্যের নিচে দাঁড়িয়ে দেখতে চাই আবার পৃথিবীকে আবার......আবার......... shokarto upokul by black_______ শোকার্ত উপুকুলে গাঢ় অন্ধকার মাঝ রাতের চাঁদ ডুবে গেছে তুমি অপোয় নেই জানি তবুও কথার টানে এখানে এসেছি আমি বৃষ্টির ভেতর দাড়িয়ে তোমার শরীর বৃষ্টিতে ভিজছে তোমাকে দেখতে পারছিনা কেন ? তোমাকে খুঁজে পাচ্ছি না কেন ? তোমার আলোর পাশে আজ আমি নেই তবে কি অন্য কেউ ? যদিও তোমার গান বুঝিনি কখনও তবুও নিয়ত এর পাশে আমি........... ondho by black______ ফিরে যেতে চাই তোমার ভেতরে মুখোশগুলো ফেলে রেখে আমাকে টেনে নাও এখনও পাইনি খুজে কিছু এখনও আড়ালে সে...... সব কিছু দেখে অন্ধ হয়েছি মিথ্যার কলমে সত্য লিখে বসে থাকি সবার সাথে এখনও পাইনি খুজে কিছু এখনও আড়ালে......... train by shronamhin_______ কিছুটা জেনে, কিছুটা না জেনে আঁধার নামা পুরনো শহরে প্লাটফর্ম ছুঁয়ে, ক্লান্ত দেহে আভিমানী পদচিহ্ন রাখে আভিমানী এক ট্রেনে করিডোর ধরে হেঁটে যায় একা একা স্বপ্ন অচেনা জানালার বুকে চোখ জুড়ে সুদুরের আনন্দনগর......... ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয় মুখ তবু যদি থেমে যায় সব কল্পনা ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার ভেবে নেয়া শহরের ফেলা আসা পথ করিডোর ধরে হেঁটে যায় একা একা স্বপ্ন অচেনা জানালার বুকে চোখ জুড়ে porichoy by shironamhin______ দেহের ভিতর রাখলাম যারে সে আমার থাকল নারে খাঁচার পাখি কখন কি আর মনের পাখি হয়? তোমার আমার এই পরিচয় সত্যি কি আর হয়? কথায় কথায় মনের ছায়া সবুজ আলোয় দিচ্ছে মায়া সাদা কালোয় মনের পাখি মনের কথা কয় বনের পাখি খাচায় থাকে এমনি কি আর হয়...... লালন বলে খাঁচার কি দোষ দুয়ার থাকলে খোলা...... মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে, লোহার খাঁচার ছোট্ট ঘরে কোন পাখি কি রয়...... আট কুঠুরি নয় দরজা সে তো খোলার নয়......... তোমার আমার এই পরিচয় সত্যি হবার নয় oporanho by icons_______ এই মনে আজো পড়ে থাকি আমি অনন্ত ডুবে যাই হতাশায় তুমি রয়ে যাও সঙ্গদানে আমার অপেক্ষায় শূন্য চোখে তোমায় দেখা এখনও এখানে দাঁড়িয়ে একা বহুদিন পড়ে তুমি ভুলে গেছ আমার সত্ত্বা কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যাই তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর অন্তরে পথের গন্তব্য কি জানতে চেয়েছি একা একা আলোর পথে হাটা আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যাই তুমি ভালো থাকো ঘুমের ভেতর আমায় আড়াল করে ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর অন্তরে dhpcaya by warfaze_______ ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো সুখছোয়া রূপসী এই রাতে তুমি ভালবেসো তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুয়ে ছুয়ে যায় ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায় প্রেমেরি অরন্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমারিতা কোনোদিনও ভুলে যেও না তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো। ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো সুখছোয়া রূপসী এই রাতে তুমি ভালবেসো তুমি ভালবেসো, শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো ....... prokito jol by arnob______ প্রকৃত জল খুজে ব্যাড়াই জলজ বৃক্ষের মতো শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত জানলা তুমি আকাশ দ্যাখাও আমরা কজন অথবা একাও আমরা কজন অথবা একাও ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও নীলের ভেতর নীল তার চেয়ে নীল চিত্রকল্পের ডানা মেলা চিল। প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো চোখে নিয়ে পাখি না হবার ক্ষত গাংচিল তুমি ধ্রুবক শেখাও আমরা কজন অথবা একাও তারচেয়ে ভালো গত জন্মের ঘুম শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম shohorbondhi by meghdol______ শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা আমাদের এই সুবর্ন নগরে আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন ধূসর রাজপথের প্রান্তরে।

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার ভুলে যেতে পার চাইলেই বারবার তুমি গাইতেই পার গান এই সুবর্ন নগরে ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। nirban by meghdol______ কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান ডেকে যায়। কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে। এখনও এখানে নীরবে দাড়িয়ে অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে কিছু মাতাল হাওয়ার দল শুনে ঝোড়ো সময়ের গান এখানেই শুরু হোক রোজকার রূপকথা।

কিছু বিষাদ্গ্রস্থ দিন ছিল প্রেমিকার চোখে জমা আলো নেই, রোদ নেই,কিছু বিপন্ন বিস্ময় ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা। কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান ডেকে যায় roktim shinhashon by stoic bliss শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ ধরে আছি আমি এই আবার আকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন হাজার ক্ষুব্ধ কোন গ্রহের পর উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে কেউ আপন আর কেউ পর কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ চাইনা কোন মিছে আশা ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক এখন আমি একা আবার গড়ে তুলবো পৃথিবীকে নতুন করে সাজিয়ে দেব স্রষ্টার আলোকে অপরুপ এ প্রহর চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি হারিয়ে গেলে মেঘের আকাশে জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে তবু হাল ছাড়েনি সেই পাহারি মেয়ে চোখটা আবেগে ছলছলে করছে প্রার্থনা ও চাঁদমামা ফিরে কবে আসবে? কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ চাইনা কোন মিছে আশা ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক... tomake aalo bhebe by artcell__________ tomake aalo bhebe, chokh cheye thekechi aadhare,nirob theke, dekechi ami eka nirjone, shopnogulo,hariye fele, cheyechi fire,tomar aaloke. tomake cheyechi jokhoni shottar ontorale shongopone, tokhoni,jenechi aalo hoye acho tumi amar adhare, ar jokhoni bhebechi badhabo shima charpashe tomake ghire, tokhoni felechi hariye tomake,apon adhare. jekhane shorgo bhashe, tomar amar akash shekhane, onno ronge,aka ainai mrito jol chobi, she chobite,ondho kobi,ami ek, hatre firi,aalor shiri. Rahur Grash by Artcell____ Shunnotai Ekechi Govirota Dripto Neshai Unmad Shochhota Janina Jiboner, Shey Sholte Kothai Jhoro Batasheo, Prodip Jalai Shopnoghor A Dhorai Mogno Ek Bilashitai. Pashondo A Jogoter Kothai Shekor Gara Bartho Srinkholito Mone Tari Chaya Paper Dongshone Dongshito A Rokto Dharai Shesh Prohore Shashruddho Rahur Chayai. Shopner Chayai Karo Ushnotai Jhapsha Shukhe Osru Jhorai Ostomito Oi Robir Shesh Alokchotao Bilin Sranto Ek Juba Udvranto Mouno Molin. Durvoger Upohash Kisher Shopno, Kisher Ushnota Ghonoghor Adhar Kole Chote Gontobbo Shunnota. Olosh Shomoyer Paare by Artcell Olosh shomoyer par dhore hantchi Dheu eshe pore prithibir shobdo o nirobotay Bhhange ondhokar Alo chayai Makhamakhi prithibi Shopner pare eka eka hantchi Alor karnishe jome din Raater nishachor nishshashe meshe mod Ajo matal ami Pothovroshto kobi Prithibir kolahole eka eka hantchi Ashar kothar sheshe aro Kotha thake shobdohin onuchchare Jhorer haoway bhhenge dey ontomil Dujonar mitthe abege pore thake Mrito nodi Jiboner par dhore ajo eka hantchi Olosh shomoyer shoikote Dheu eshe pore shopno juure Bhhenge dey chayar moto tumi Roder akashe bhheshe jai Megher shopnopuri Prithibir kolahole tumi ami hatchi Shopner pare eka eka hantchi Prithibir kolahole eka eka hantchi Jiboner par dhore ajo eka hatchi Prithibior kolahole tumi ami hantchi utsober uchcase by artcell______ amar obarito dorja jure somvabonar rongin molat amar shorir dube ace obiram mrito ushnotay tumi je rod makhbe bole mete utheco ronger utshobe amar bishad chaya hoye dheke dey tomay janbe ami sudhu ami noi ami mane onno keu kingba protibimbo tomate miliye amar sob sur tomar e songopone tomar e ondhokare je shobdo boye chole esho kan pete roi nirobe moner e indrojal jure je swopno khela kore nebo sei simany tomake joto dur chole gele durotto ghochale nive jaowa manush jolbe alo hoye seikhane tomake janabo gopone swopno mane pashe thaka somoyer haat dhore notun smrity ele ami thakbo poth cheye choddo beshe abar eshe darale eka dekhbe amar chokhe somvabona jibon jure thaka porajoy hoyece mlan chirokal janbe tumi vor howa chokhe je obiram swopno dekheco ami sei bastobota kingba molin shantona amader ovidhane mither hoy onubad oboshad, ashroy khuje manusher ondhokar ghore protibad, protirodh vule, anmone mene ney porajoy tokhon vangte hobe ghor haate rekhe haat here jaowake bondi kore rekhe jagte hobe raat alo jele rekhe utshober utshahe bismrito ujane ekla hoye gele chiniye nebo poth, chinho eke eke pichu fire pai, firte jodi hoy pari debo poth nimishe || ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.