আমাদের কথা খুঁজে নিন

   

Forex: ১৫ মার্চ ২০১৩ টেকনিক্যাল আউটলুক

ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । যারা ফরেক্স কি জানেন না তারা পড়তে ক্লিক করুন WikiPedia Link EUR/USD ডেইলি আউটলুক ১৫ মার্চ ২০১৩ গতকাল (১৪ মার্চ ২০১৩) EUR/USD পেয়ার অনেকটা নিচে নেমেছিল ( low 1.2911). Key Resistance আছে 1.3161 প্রাইসে। তাই কালকে Price Rebound হলেও আজকে আশা করছি প্রাইস কিছুটা নিচে নামতে পারে।

তাছারাও প্রাইস H4 চার্টে চ্যানেল এর Upper line কে টেস্ট করেছে। USD/CHF ডেইলি আউটলুক ১৫ মার্চ ২০১৩ USD/CHF এর ঊর্ধ্বমুখী যাত্রা সর্বশেষ সর্বোচ্চ 0.9567 প্রাইসে উঠেছিল। ৪ ঘণ্টার চার্টে key support upward ট্রেন্ড লাইনে আছে। তাই প্রাইসের পরে যাওয়াকে নতুন ট্রেন্ড না ধরে আমরা প্রাইসের Consolidation হিসেবে দেখছি। তাই Conosolidation শেষে প্রাইসের আবার 0.9600 প্রাইসে যেতে পারে বলে আশা করছি।

উল্টো দিকে সাপোর্ট লাইন এর ক্লিয়ার ব্রেক 0.9567 প্রাইসে সাইকেল টপ তৈরি করবে এবং এর ফলে আমরা নতুন একটি ট্রেন্ড দেখতে পাবো বলে আশা করছি। যদি এমনটা হয় তাহলে আবার হয়তো প্রাইস 0.8500 zone এ যেতে পারে। USD/JPY ডেইলি আউটলুক ১৫ মার্চ ২০১৩ USD/JPY গতকাল সাইড ওয়েতে মুভ করেছে ( 95.45 থেকে 96.70 )। সাময়িক ভাবে 95.45-95.00 প্রাইসে একটি সাপোর্ট তৈরি করেছে। তবে প্রাইসের Consolidation শেষে 97.00 এরিয়াতে যাবার সভাবনা রয়েছে।

তবে Bearish Divergence দেখা গিয়েছে চার্টে। এর জন্য 95.00 এর ব্রেক পর্যন্ত অপেক্ষা করা উত্তম। ব্রেক এর পর হয়তো আমরা Short এ যাবার হয়তো ভালো একটা সুযোগ পাবো। GBP/USD ডেইলি আউটলুক, ১৫ মার্চ ২০১৩ গতকাল GBP/USD ৪ ঘণ্টার চার্টে Downward Trendline কে ব্রেক করে প্রাইস অনেকটা উপরে উঠেছিল। 1.4831 প্রাইসে Cycle Bottom তৈরি করেছে।

বোটম তৈরি করেছে বলে এখন আশা করছি প্রাইস 1.5200 টার্গেট করতে পারে। তবে যদি প্রাইসের ঊর্ধ্বমুখী প্রবণতাকে Consolidation হিসেবে বিবেচনা করি তাহলে এই Consolidation শেষে Price এর 1.4500 এরিয়াতে যাবার সম্ভাবনা রয়েছে। আপাতত GBP/USD এর মুভমেন্টকে বুলিশ বলা যায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।