আমাদের কথা খুঁজে নিন

   

ধারাবাহিক পোষ্ট: ক্ষুদ্র ব্যবসা-২ (Forex)



অনেকেই হয়তো মাঝে মাঝে ফরেক্স এর নাম শুনে থাকবেন। এর মানে হলো Foreign Currency Exchange. খুব সহজ একটি ব্যাপার। এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সির ট্রেডিংকেই ফরেক্স বলা হয়। প্রতিদিন প্রায় চার ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় এই মার্কেটে। এবং শুধু মাত্র অনলাইন এ থেকেই আপনিও এ মার্কেটে ট্রেডিং করতে পারেন।

বাংলাদেশে এটা এখনও জনপ্রিয় হয়নি কারণ পুরো ব্যপারটাই যেহেতু অনলাইনে সেহেতু দেশের মানুষ এখনও এর উপর যথেষ্ট বিশ্বাস পায়নি। কিন্তু ভারত এবং শ্রীলন্কার অনেক বিনিয়োগকারিই এখন ট্রেডিং করছে এখানে। আমি ব্যক্তিগত ভাবেও এখানে টাকা বিনিয়োগ করেছি কয়েকবার। লাভ-লস দুটো্ই সমান সমান প্রায়। ফরেক্স কি? যারা বিদেশে ভ্রমণ করেন তারা হয়তো দেখে থাকবেন ক্যাশ কনভার্টার স্ক্রীণে এক এক বার এক এক মূল্য দেখায় বিভিন্ন কারেন্সির।

যেমন : USD/EUR : 1.3122/1.3125 ফরেক্সে সবসময় দুটো কারেন্সির জোড়া ব্যবহার করা হয়। ফরেক্স বনাম শেয়ার উদাহরণ ১ : ১০০টি শেয়ার ১০ টাকা করে কিনতে খরচ হয় ১০০০টাকা। কিন্তু যে কোনো কারেন্সির একটি ইউনিট কিনতে পুরো টাকা না থাকলেও হবে। আপনার প্রতি এক ডলার এর জন্য আপনি সর্বনিন্ম ৫০ থেকে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ধারণাটে অনেক ব্যপক এবং জটিল।

Click This Link এই লিংকে ভালোমত ব্যখ্যা করা হয়েছে। ফরেক্স প্রকৃত বিষয়টি অনেক ব্যপকভাবে বিস্তৃত। তাই একটি পোষ্টে আমি অনেক তথ্য দিয়ে বিষয়টিকে আরও জটিল করতে চাইনা। ফরেক্স নিয়ে সামনে আরও বিস্তারিত পোষ্ট থাকবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।