আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধ ভাঙ্গার আওয়াজ

কর ছিন্ন যত শৃঙ্খল ভাঙ্গো বন্ধন যত আছে আজ বন্ধু হও উৎকর্ণ শোন বাঁধ ভাঙ্গার আওয়াজ।। এসো এগিয়ে হে নির্ভীক কেন মিছে কর মরণের ভয়? ঝেড়ে দ্বিধা সব হও আগুয়ান পর মস্তকে সমরের সাজ।। শত আষীবিষ ফণা শানিত বায়ু ভরে আছে যেন বিষ-শ্বাস সেই সর্পের মনি ছিনিয়ে তব সাজাও গৌরবের তাজ। ঐ নীলাকাশ হাতছানি দেয় করে অসীম পেরুনো আহ্বান চাও দৃষ্টির সীমা প্রসারি ছোঁও আকাশের শেষ সীমা আজ।। (হাতের কাছে এই মূহুর্তে বাংলা অভিধান নেই। কোন বানান প্রমাদ থাকলে একটু জানাবেন দয়া করে।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।