আমাদের কথা খুঁজে নিন

   

চুম্বক বালকের সন্ধান

ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে সন্ধান পাওয়া গেছে এক চুম্বক বালকের। ১১ বছর বয়সী পাওলো ডেভিড আমোরিমের শরীরে কাঁচি, চামচ, ছুরি জাতীয় ধাতব পদার্থ আপনা আপনিই সেঁটে যায়। অদ্ভুত ক্ষমতাসম্পন্ন ওই বালক ব্রাজিলের ছোট্টো শহর মসোরোতে থাকে। ব্রাজিলের স্থানীয় টেলিভিশন গ্লোবো তার এই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানতে পেরে তা প্রচার করে। পাওলোর বুক এবং পিঠ ক্ষুদ্র ধাতব পদার্থ টেনে নিতে সক্ষম বলে জানায় টেলিভিশন চ্যানেলটি।

খবর ইউএনবি/এপির। টেলিভিশনে পাওলোর বাবা জুনিয়র আমোরিম বলেন, ‘আমি আমার সন্তানকে একটা ছুরি আনতে বলেছিলাম। এরপর যা দেখলাম তা আমাকে অবাক করেছে। ’ এক্ষেত্রে ছেলের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিন্তিত নন তার বাবা। যদি কোনও শারীরিক পরিবর্তন ঘটে, তবেই শুধু কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা ভাববেন জুনিয়র আমোরিম।

এরই মধ্যে স্কুলে পাওলোর সহপাঠীরা তাকে ‘চুম্বক বালক’ বলে ডাকা শুরু করেছে। পাওলো বলে, ‘স্কুলের সবাই আমাকে শরীরে লোহা জাতীয় ধাতব টেনে নিতে বলে। তারা মনে করে এটা বুঝি কোনও চালাকি। ’ এ ব্যাপারে ডাক্তার ডিক্স সেপ্ট রোসাডো সোবরিনহো গ্লোবো টেলিভিশনে জানান, তার ৩০ বছরের চিকিৎসক জীবনে এ রকম ঘটনা আর দেখেননি। যদিও তিনি বলছেন, এতে পাওলো কোনও শারীরিক ঝুঁকিতে নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.