আমাদের কথা খুঁজে নিন

   

ঘোষণা দেওয়া হল স্যামসং গ্যালাক্সি এস৪

ধুর স্যামসং এর গ্যালাক্সি সিরিজ ভক্ত তথা এন্ড্রয়েড ভক্তদের অনেক জল্পনা কল্পার অবসান ঘটিয়ে মার্চ ১৪, ২০১৩ এর নিউয়র্ক সময় দুপুর ১২টায় স্যামসং কর্তৃপক্ষ ঘোষনা দিল তাদের বহুল আকাংখিত মোবাইল স্যামসং গ্যালাক্সি এস৪ এর। আসুন কথা না বাড়িয়ে দেখে নেই এর কিছু ছবি আর কিছু স্পেসিফিকেশন। প্রথমেই ছবি: আরও ছবি আমার ব্লগ থেকে দেখতে পারেন কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন: ১. Operating System: Android 4.2.2 ২. Dimensions: 5.38×2.71×0.31 in. ৩. Weight: 4.6 ounces ৪. 4G Lite: Yes ৫. NFC: Yes ৬. Rare Camera: 13 MP ৭. Front Camera: 2MP ৮. Processor: 1.9GHz, quad-core ৯. Capacity: 16GB, 32GB, 64GB ১০. Expandable Memory: Up to 64GB ১১. Battery: 2,600 mAh স্যামসং এর এই সেটকে বলা হচ্ছে যে আপনি যেন পকেটে করে একটি রোবট নিয়েই ঘুরছেন বলে মনে হবে। এই সেটের অনেক খুটিনাটি বিষয় নিয়ে এখনও বেশ কিছু ঘোলাষা আছে। তাছাড়া স্যামসং এখনও এটির দাম প্রকাশ করে নি।

তাই এর ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে। স্যামসং এস ৪ এবং আইফোন ৫ এর মধ্যেকার কিছু পার্থক্য দেখতে আমার ব্লগে ভিজিট করতে পারেন।

  বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...   [বিজ্ঞাপন] এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান    বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম : আপনার ই-মেইল আপনার বন্ধুদের ইমেইল মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/shafiulalamchowdhuryblog/29797529 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান ৮টি মন্তব্য ১-৮ ১. ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬ নতুন বলেছেন: আইওএস ভালা পাই.. ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১ লেখক বলেছেন: আমি উল্টা... ২. ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫২ রমনা টেক বলেছেন: ক্যামেরা আর সাইজটাই বোধহয় একটু বাড়াইছে। এছাড়া নতুনত্বের কিছুইতো দেখতাছি না। ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২ লেখক বলেছেন: নতুনত্ব হবে ফিচারে।

যেমন উপর থেকে ৩নং ছবিটাই দেখেন। এটা দেখলেই বুঝা যায় যে আপনার টাচ স্ক্রীণেও টাচ করা লাগবে না। হাতের ইশারাতেই কাজ করবে অনেক কিছু। ৩. ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩ শফিক১৯৪৮ বলেছেন: এইডার ভাব সাব শুইনা মনে হয় এত্ত দাম অইবো যে কিনবার পারমু না। দেইখাই জীবন সার্থক করি।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪২ লেখক বলেছেন: সমস্যাতো এইখানেই। ৪. ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪ স্বপ্নবিলাসী আমি বলেছেন: এই মুহুর্তে "এক্সপেরিয়া-জেড" আর "আইফোন-৫" টা কেমন জানি মনে ধরছে!!! ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩ লেখক বলেছেন: যতটুকু ঘাটাঘাটি করলাম, তাতে আমার বিশ্বাস যে এইটা ঐ গুলারে কাজ কামে অনেক বেশি ছাড়িয়ে যাবে।   আপনার মন্তব্য লিখতে লগইন করুন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.