আমাদের কথা খুঁজে নিন

   

সনির্বন্ধ ঘোষণা

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

আর কোনো চোরকাঁটা লেগে নেই যতোদিন যতোবার তোমাদের দেখেছি, কোমল প্রার্থনার স্বননে শুনেছি রোদনের রাগ; আমিও শরীরে মেখেছি রোদের পরাগ তোমাদের কথা ভেবে তোমাদের ওড়না হাসে উড়ন্ত স্মৃতির দেশে, অনেক ক্রন্দন আর অশ্রুরা মিশে যায় প্রখর সন্তাপে স্মৃতির ললনারা, তোমাদের ঘ্রাণের পেলবতা, বুকের উষ্ণতা, রাতভর মাধুর্যময় কণ্ঠসান্নিধ্য কাম ও মননে আমাকে দিয়েছিল সজীব ঋদ্ধতা কন্দলীখোসা সকলেই ছুঁড়ে ফেলে। জহরততুল্য মাৎসর্যের শিস আমিই কি দিই নি গেঁথে তোমাদের অহমে? কী বিপুল দর্পে ফুটে ওঠে তোমাদের উদ্ভাস, ভেবে দেখো সে কার দান! মনে রেখো...শূন্য থেকেই শূন্য আসে... Ex nihilo nihil field আর পূর্ণ কলশ চূর্ণ হয়ে গেলে শূন্যতাই নিজস্ব সম্পদ আর উলুক্ষেতে সোনাবীজ চিনবে না, তাও জানি তাই নিজ গুণে ক্ষমা করে দিয়েছি, বিদগ্ধ চোরকাঁটা, মনে রেখো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।