আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যয়দীপ্ত ঘোষণা



১৯৭১ সালের ২৫ মার্চের রাত আমাদের জাতির ইতিহাসে একটি তমসাচ্ছন্ন রাত্রি। কারণ-১ এই তমসাচ্ছন্ন রাতে পাকিসত্দান সেনাবাহিনী নৃশংস, নিষ্ঠুর, হৃদয়হীন ও নির্মমভাবে নিরীহ ঘুমনত্দ সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ শুরম্ন করে। কারণ-২ এই দুর্যোগময়, দুর্দিন ও দুঃসময়ে জাতীয় নেতৃবৃন্দ কোনো দিক-নির্দেশনা দিতে চড়মভাবে ব্যর্থ হয়ে, কেউ কেউ আত্মসমর্পন করলেন আবার কেউ কেউ আত্মগোপন করলেন। কারণ-৩ জনসাধারণ চড়ম ভাবে অসহায়, নিঃসঙ্গ ও নেতৃত্বহীন হয়ে পড়ে। জনসাধারণকে ঘাতকদের সামনে নিরস্ত্র, অসহায় ও নিঃসঙ্গ অবস্থায় ফেলে রেখে, কোনো প্রতিরক্ষা ব্যুহ তৈরী না করেই এবং কোনো রূপ প্রতিরোধ না করেই জাতীয় নেতারা কেউ কেউ নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করে এবং প্রধান নেতা ঘাতকের কাছে আত্মসমর্পন করেন। সেই ঘোর অমানিশার মধ্যে, অত্যনত্দ আকস্মিকভাবে বাংলাদেশের রাজনৈতিক আকাশে সূর্যের মতো উদয় হলেন জিয়াউর রহমান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।