আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগতম "দক্ষিণ সুদান" - পৃথিবীর নতুন রাষ্ট্র

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন দক্ষিণ সুদানের স্বাধীনতা উদযাপন - ৯ই জুলাই ২০১১ পৃথিবীর নবীনতম রাষ্ট্র হিসেবে আজ আত্মপ্রকাশ করলো আফ্রিকা মহাদেশের "দক্ষিণ সুদান"। স্বাগতম দক্ষিণ সুদান। পাঁচ দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধ এবং ২০ লাখ লোকের জীবনের বিনিময়ে শেষ পর্যন্ত স্বাধীন জীবনের স্বাদ পাচ্ছে দক্ষিণ সুদানের মানুষ। বিশ্বমানচিত্রের ১৯৫তম এবং আফ্রিকার ৫৪তম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আজ শনিবার ৯ই জুলাই ২০১১ 'স্বাধীন ও সার্বভৌম দক্ষিণ সুদানের' পথচলা শুরু হলো। যে মুহূর্তে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করলো সেই মুহূর্তে হয়তো উন্নয়নশীল দেশের তালিকার সবচেয়ে নিচের দিকে নাম থাকবে 'গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদানের', যার বেশির ভাগ লোকেরই প্রতিদিনের জীবনধারণ করতে হয় মাত্র আধা ডলার দিয়ে।

যে মেয়েটির পক্ষে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হওয়া সম্ভব হয়নি কোনো দিন, স্বাধীনতার পর সে হয়তো পাবে শিক্ষার আলো। হয়তো বেঁচে থাকার সুযোগ পাবে অন্তত ১৫ বছর। কারণ দারিদ্র্য ও অপুষ্টির কারণে সেখানকার ১০ ভাগেরও বেশি শিশু বয়স পাঁচ বছর হওয়ার আগেই মারা যায়। এক-তৃতীয়াংশ লোক অক্ষরই চেনে না। মাত্র এক ভাগ লোকের রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট।

১৯৫৬ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর আয়তনের দিক দিয়ে আফ্রিকা ও আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ সুদান দুই দফা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ২০০৫ সালে শান্তিচুক্তির মাধ্যমে আরব মুসলিমপ্রধান উত্তর ও খ্রিস্টানপ্রধান দক্ষিণাঞ্চলের মধ্যে ২২ বছরব্যাপী গৃহযুদ্ধের অবসান হয়। পশ্চিমাদের মধ্যস্থতায় শান্তিচুক্তির শর্তানুযায়ী, উত্তর থেকে দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে-বিপক্ষে জনমত যাচাই করার জন্য গত ৯ থেকে ১৫ জানুয়ারি গণভোট হয়। ভোটে ৯৮ দশমিক ৮৩ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল দক্ষিণ সুদানকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়।

দক্ষিণ সুদানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট সালভা কির মায়ারডিট । উইকিপিডিয়া মতে, একনজরে দক্ষিণ সুদান অফিসিয়াল নাম- রিপাবলিক অব সাউথ সুদান (গণপ্রজাতন্ত্রী দক্ষিণ সুদান) রাজধানী - জুবা জনসংখ্যা - ৮২,৬০,৪৯০ আয়তন - ৬,১৯,৭৪৫ বর্গ কিমি মুদ্রা - সুদানিজ পাউন্ড অফিসিয়াল ভাষা - ইংরেজি অন্যান্য ভাষা - জুবা এরাবিক, ডিন্কা, নুয়ের, জান্ডি, বারি ইত্যাদি জাতি - ডিন্কা, নুয়ের, বারি ইত্যাদি স্বাধীনতা - সুদান থেকে আন্তর্জাতিক কলিং কোড - ২৪৯ উইকিপিডিয়া লিংক>>>> অবলম্বন : ওয়েবসাইট  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।